shono
Advertisement

‘১৫২/০ বনাম ১৭০/০’, রোহিতদের হারের পরে তীব্র কটাক্ষ পাক প্রধানমন্ত্রীর

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে দশ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
Posted: 07:58 PM Nov 10, 2022Updated: 08:02 PM Nov 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ উইকেটে ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে বিদায় নিয়েছে ভারত। তারপরেই নাম না করে ভারতীয় ক্রিকেট দলকে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। দুরন্ত কামব্যাক করে বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে পাকিস্তান। সেই প্রসঙ্গ টেনেই একটি টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে দশ উইকেটে জিতে নিয়েছিল পাকিস্তান। আবার বৃহস্পতিবার ইংল্যান্ডের কাছেও দশ উইকেটে হেরেছে ভারত (Indian Cricket Team)। এই দুই ঘটনার কথা টেনে কার্যত কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন শাহবাজ শরিফ।

Advertisement

২০২১ সালে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে ভারতীয় ব্যাটিংকে ধ্বংস করে দিয়েছিলেন পাক বোলাররা। রান তাড়া করতে গিয়ে একটাও উইকেট পড়েনি পাকিস্তানের। ১৩ বল বাকি থাকতেই বিনা উইকেটে ১৫২ রান তুলে ফেলেন মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। দশ উইকেটে হারের ধাক্কা সামলাতে পারেনি বিরাট কোহলির ভারত। সুপার ১২ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে।

[আরও পড়ুন: বিশ্বকাপে কি বিরাট-রোহিতদের আর দেখা যাবে? ম্যাচ হারের পর উত্তর দিলেন দ্রাবিড়]

এক বছর কেটে গেলেও ভারতের বিদায়ের চিত্রনাট্যে বিশেষ বদল হয়নি। পাকিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল রোহিত শর্মার ভারত। কিন্তু সেমিফাইনালে উঠে ফের ধরাশায়ী মেন ইন ব্লু। ভারতের বোলিং আক্রমণকে পিষে ফেলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। চার ওভার বাকি থাকতে ১৭০ রান তুলে ফেলে ইংল্যান্ড, কোনও উইকেট না হারিয়ে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টুইটে ভারতের এই দু’টি ম্যাচের কথাই উঠে এসেছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ধরাশায়ী হওয়ার খবর পেয়েই একটি টুইট করেছেন পাক প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, “রবিবার মুখোমুখি হবে দুই দল, ১৫২/০ বনাম ১৭০/০।” অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে ভারতকে দশ উইকেটে দুরমুশ করেছে যে দুই দল, বিশ্বকাপ ফাইনালে তারাই একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। নাম না করে ভারতকেই কটাক্ষ করেছেন শাহবাজ, এই কথা বলাই বাহুল্য।

[আরও পড়ুন:‘সেকেলে’ মডেলের ক্রিকেটেই কি লাগাতার বিপর্যয় রোহিতদের? বিশ্বকাপে হারের পরই উঠছে প্রশ্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement