shono
Advertisement

দেউলিয়া হতে বসা পাকিস্তানের পাশে ‘বন্ধু’ চিন, ১ বিলিয়ন ডলার অর্থসাহায্য বেজিংয়ের

বিদেশি মুদ্রার প্রায় নিঃশেষ হওয়ার মুখেই এল এই সাহায্য।
Posted: 04:43 PM Jun 17, 2023Updated: 04:43 PM Jun 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্যতই হতদরিদ্র অবস্থা পাকিস্তানের (Pakistan)। এই অবস্থায় ইসলামাবাদের পাশে দাঁড়াল ‘বন্ধু’ চিন (China)। দিল ১ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ হাজার ১৯২ কোটি টাকারও বেশি। একদিকে রেকর্ড গড়ে ফেলা মুদ্রাস্ফীতি। অন্যদিকে আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF-এর ঋণ পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়া। কার্যতই নাভিশ্বাস ওঠার জোগাড় পাকিস্তানের অর্থনীতির। এই পরিস্থিতিতে বেজিংয়ের বিপুল অর্থসাহায্য যে আপাতত শাহবাজ শরিফকে স্বস্তি দেবে তা বলাই বাহুল্য। বিদেশি মুদ্রার প্রায় নিঃশেষিত ভাণ্ডারে নতুন করে অক্সিজেন দেবে।

Advertisement

শুক্রবার পাকিস্তানের স্টেট ব্যাংকের তরফে এই খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত করা হয়েছে। তবে আর্থিক সাহায্য পাওয়ার বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। গত এক বছরে পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়েছে ৩৭.৯৭ শতাংশ। তারা পিছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কাকেও। এই পরিস্থিতিতে আইএমএফের দিকে অধীর আগ্রহে তাকিয়ে দিল শাহবাজ প্রশাসন। কিন্তু শাহবাজ শরিফের আবেদন অগ্রাহ্য করে ঋণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইএমএফ। বিশেষজ্ঞদের মতে, এমতাবস্থায় পাকিস্তানের পক্ষে ফের নতুন করে আবেদন করা ছাড়া আর কোনও পথই খোলা নেই।

[আরও পড়ুন: বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছেন সাভারকর! পাটনার বৈঠকের আগে কংগ্রেসকে নিশানা উদ্ধবের]

উল্লেখ্য, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু এর জন্য অনেক শর্ত চাপিয়েছিল আইএমএফ। যা কম করার আবেদন করেছিল পাক প্রশাসন। কিন্তু তা খারিজ করে ঋণের আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে আইএমএফ। স্বাভাবিক ভাবেই বড়সড় বিপদে পাকিস্তান। এই পরিস্থিতিতে চিনের সাহায্য তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: নতুন করে হিংসা ছড়াল মণিপুরে, পুলিশের অস্ত্রাগার ভাঙচুর বিক্ষোভকারীদের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement