সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) ভূখণ্ডে ভারতের মিসাইল (Missile) আছড়ে পড়ার ঘটনায় বিতর্ক অব্যাহত। এবার জানা গেল, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোইদ ইউসুফ এই ঘটনায় কটাক্ষ করে বলেছেন, ”এমন ঘটনা এই ধরনের স্পর্শকাতর প্রযুক্তির ব্যবহারে ভারতের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দেয়।”
পাকিস্তানের সেনাবাহিনী সূত্রে খবর, ঘটনাটি ঘটে মার্চের ৯ তারিখ। ওইদিনই ভারত থেকে ছোঁড়া বস্তুটি পাকিস্তানের মিয়াঁ চান্নু এলাকায় আছড়ে পড়ে। তবে ক্ষেপণাস্ত্রটিতে কোনও ধরনের বিস্ফোরণ ছিল না। পাক সেনার আইএসপিআর ডিজি মেজর জেনারেল বাবর ইফতিকার দাবি করেছেন, মিসাইলটি আছড়ে পড়ায় কয়েকটি বাড়িঘরের ক্ষতি হয়েছে।
[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নেপালি নাগরিকদের উদ্ধার করল ভারত, মোদিকে ধন্যবাদ দেউবার]
এরপরই একের পর এক টুইটে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ইউসুফ। তিনি অভিযোগ করেন, ক্ষেপণাস্ত্রটি যেখানে পড়েছিল তার খুব কাছেই ছিল পাকিস্তানের আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমানবন্দর। ফলে একটু এদিক ওদিক হলে বহু প্রাণহানি হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে ”পারমাণবিক সংঘাতের আবহেও এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা ভারতের সমর পরিকাঠামোর সুরক্ষা নিয়েই প্রশ্ন তুলছে” বলেও মন্তব্য ইউসুফের। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিও করেছেন তিনি।
গত বৃহস্পতিবার নয়াদিল্লির তরফে একটি বিবৃতি দিয়ে ঘটনার কথা স্বীকার করা হয়। জানানো হয়, “ভুলবশত ঘটা এই ঘটনায় ভারত সরকার উদ্বিগ্ন। এর কারণ জানতে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এটা স্বস্তির বিষয় যে এই ঘটনায় কেউ আহত হয়নি।”
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ ও আইএসআইয়ের কার্যকলাপে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে। বারবার জেহাদিদের মদত দিয়ে উসকানি দিতে কার্পণ্য করছে না পড়শি দেশটি। এহেন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনা নতুন করে টানাপোড়েন শুরু করল বলেই মত বিশ্লেষকদের।