shono
Advertisement

পাকিস্তানের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে ফের অনিশ্চয়তা, এবার ভারতকে হুঁশিয়ারি পাক ক্রীড়ামন্ত্রীর

টালবাহানা করেই চলেছে পাকিস্তান।
Posted: 12:27 PM Jul 09, 2023Updated: 12:27 PM Jul 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে পাক নাটক চলছেই। একদিন আগেই পাকিস্তান সরকার জানিয়েছে, ভারতে বিশ্বকাপের (Cricket World Cup) ভেন্যুগুলি ঘুরে দেখতে কমিটি গড়েছে তাঁরা। খোদ বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সেই কমিটির শীর্ষে রয়েছে। সেই পাকিস্তানই আবার একদিন বাদে বলছে, ভারত যদি এশিয়া কাপ খেলতে না যায়, তাহলে ভারত নিরাপদ হলেও তাঁরা দল পাঠাবে না।

Advertisement

পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি (Ehsaan Mazari) বলেছেন, “প্রয়োজন হলে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে। আহমেদাবাদে খেলতে পাকিস্তানের তেমন সমস্যা নেই। তবে ভারত এশিয়া কাপ নিয়ে নিরপেক্ষ কেন্দ্রে অনড় থাকলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। আহমেদাবাদ কোনও ইস্যু নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। কিন্তু আগে ভারতের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়া প্রয়োজন।” মাজারি সাফ হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন, “পিসিবি (PCB) আমার মন্ত্রকের অধীন। আমার ব্যক্তিগত মতামত, ভারত যদি এশিয়া কাপ খেলার ব্যাপারে নিরপেক্ষ কেন্দ্রের দাবিতে অনড় থাকে, তা হলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলোর ক্ষেত্রে আমরাও একই দাবি করব।”

[আরও পড়ুন: পঞ্চায়েত ক্ষোভকে লোকসভায় কাজে লাগান! বঙ্গ বিজেপিকে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বর]

ভারত পাকিস্তানে এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিতেই ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে টালবাহানা শুরু করে পাকিস্তান। প্রথমে রামিজ রাজা পরে নাজম শেঠী (Nazam Sethi) পাক বোর্ডের দুই প্রাক্তন প্রধানই একপ্রকার ভারতের সামনে শর্ত রেখেছিলেন এশিয়া কাপ খেলতে না গেলে বিশ্বকাপ খেলতে আসবেন না তারা। পরে অবশ্য ভারতীয় বোর্ডের চাপে পাকিস্তান হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনে রাজি হয়। কিন্তু নাজম শেঠীর বিদায়ের পর জাকা আশরফ পাক বোর্ডের প্রধানের পদে ফিরছেন। আর পিসিবি (PCB) প্রধানের দায়িত্ব নেওয়ার আগেই তিনি একপ্রকার হুমকি দিয়ে রেখেছেন ভারত যে হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে চায়, সেটা তাঁর নাপসন্দ। যার ফলে এমনিতেই ভারত এশিয়া কাপ (Asia Cup) খেলতে পাকিস্তানে না যাওয়ায় বাবর আজমরা ভারতে বিশ্বকাপে আসবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীর বক্তব্যে সংশয় আরও বাড়ল।

[আরও পড়ুন: ‘এমনটা ভাবাও ভুল’, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আপত্তি মোদির ‘বন্ধু’ আজাদের]

সূত্র মারফত জানা গিয়েছে, ভারতে দল পাঠানো নিয়ে পাক বোর্ডের কোনও অসুবিধা নেই। কিন্তু পাক বোর্ডের কর্তারা বলছেন ভারতে দল পাঠানো হবে কিনা, এই সিদ্ধান্ত পিসিবি নিতে পারে না। পুরো সিদ্ধান্তই নেবে সরকার। আর সরকারের মন্ত্রীরাই টালবাহানা করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement