shono
Advertisement

ট্রেন দুর্ঘটনায় পাকিস্তানে মৃত ২০, আহত ৬৫

বড়সড় দুর্ঘটনা করাচিতে৷ The post ট্রেন দুর্ঘটনায় পাকিস্তানে মৃত ২০, আহত ৬৫ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:25 PM Nov 03, 2016Updated: 05:55 PM Nov 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করাচির কাছে লান্ধি রেল স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ২০ জন, আহত ৬৫৷ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে করাচির প্রাণকেন্দ্র সিটি লাইনে৷

Advertisement

এদিন সকালে মুলতান ছেড়ে আসা জাকারিয়া এক্সপ্রেসের সঙ্গে লাহোরের দিক থেকে আসা ফরিদ এক্সপ্রেসের সংঘর্ষ হয়৷ এমনটাই জানিয়েছেন, রেলমন্ত্রকের ডিরেক্টর জেনারেল আশরফ লাঞ্জার৷ রেল সূত্রে খবর, সকালের ব্যস্ত সময় দুটি ট্রেনই ১৫ মিনিট অন্তর চলে৷ যে ট্রেন দু’টি দুর্ঘটনার কবলে পড়ে, সেই দুটি ট্রেনেই কয়েক হাজার করে যাত্রী ছিলেন৷

রেল সূত্রে জানানো হয়েছে, ফরিদ এক্সপ্রেস তখন লান্ধি স্টেশনে দাঁড়িয়ে ছিল৷ আচমকাই জাকারিয়া এক্সপ্রেস স্টেশনে ঢুকে পড়ে ও দুটি ট্রেনের মধ্যে ধাক্কা লাগে৷ রেলমন্ত্রকের কর্তাদের অনুমান, জাকারিয়া এক্সপ্রেসের চালক সম্ভবত সিগন্যাল খেয়াল করেননি৷ দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল৷ আহতদের উদ্ধার করে স্থানীয় জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পাক রেলমন্ত্রী খোয়াজা সাদ রফিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন৷ পাশাপাশি, দুর্ঘটনায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন৷ নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী৷

The post ট্রেন দুর্ঘটনায় পাকিস্তানে মৃত ২০, আহত ৬৫ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement