সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে হার। প্রথম ইনিংসে ৪০০-র উপর রান করেও হার মানতে হয়েছে শান মাসুদদের। পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথম টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। কিন্তু তাতেও শান্তি নেই কোনও দলেই। কারণ, আইসিসির শাস্তির মুখে পড়ে পয়েন্ট কাটা গিয়েছে পাকিস্তান ও বাংলাদেশের।
রাওয়ালপিণ্ডিতে ১০ উইকেটে টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই প্রথম পাকিস্তানকে টেস্টে হারাল টাইগাররা। কিন্তু তাতেও রক্ষা নেই কোনও দলের। মন্থর গতির বোলিংয়ের জন্য দুদলের পয়েন্ট কাটা গিয়েছে। পাকিস্তানের থেকে কেটে নেওয়া হয়েছে ৬ পয়েন্ট। অন্যদিকে বাংলাদেশের কাটা গিয়েছে ৩ পয়েন্ট। যার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে সমস্যায় পড়ল দুই দলই।
[আরও পড়ুন: আইএসএলের আগেই ডামাডোল মহামেডানে, প্রকাশ্যে ইনভেস্টরদের সঙ্গে দ্বন্দ্ব!]
আইসিসির রিপোর্টে বলা হয়েছে, "পাকিস্তান ৬ ওভার কম বল করেছে এবং তাদের ৬ পয়েন্ট কাটা হয়েছে। বাংলাদেশের ৩ পয়েন্ট কাটা হয়েছে, কারণ তারা গড় ওভারের থেকে ৩ ওভার কম বল করেছে।" এর ফলে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৩০ শতাংশ ও বাংলাদেশের ক্রিকেটারদের ১৫ শতাংশ কাটা হয়েছে। আইসিসির নিয়মের ২.২২ ধারায় এই জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সমস্যায় পড়েছেন শাকিব আল হাসানও। পাকিস্তানের ব্যাটার মহম্মদ রিজওয়ানকে বল ছুঁড়ে মারায় তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ কাটা গিয়েছে।
[আরও পড়ুন: ঘরের মাঠে হার লাজংয়ের, দুই পাহাড়ি ক্লাবের লড়াইয়ে ডুরান্ডের ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড]
এই ম্যাচ হারার ফলে এমনিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল পাকিস্তান। তার উপর পয়েন্ট কাটা হয়েছে। সব মিলিয়ে তাদের বর্তমান পয়েন্ট ১৬। অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট এখন ২১। এই পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। রোহিত শর্মাদের পয়েন্ট শতাংশ ৬৮.৫২। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫০।