shono
Advertisement

ভারতবিরোধী টুইট, টিভি শো থেকে বাদ পাক অভিনেতা

যে টেলিভিশনের হয়ে তিনি কাজ করতেন, সেই টিভি কর্তৃপক্ষ এই জাতিবিদ্বেষী মন্তব্য করাকে ভাল চোখে নেয়নি৷ The post ভারতবিরোধী টুইট, টিভি শো থেকে বাদ পাক অভিনেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 PM Sep 26, 2016Updated: 03:11 PM Sep 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কাজ করা পাক অভিনেতাদের পাকিস্তানে ফিরে যাওয়ার হুমকি দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ এবার ভারতবিরোধী টুইট করে বিপাকে পড়লেন আরও এক পাক অভিনেতা৷ মার্ক আনোয়ার নামে ওই অভিনেতাকে বাদ দেওয়া হয়েছে ব্রিটিশ টেলিভিশিন শো থেকে৷

Advertisement

উরি হামলার পর থেকে দেশজুড়ে পাক বিরোধী মনোভাব প্রবল হয়ে উঠেছে৷ দেশের জন্য এই আবেগ

একদিকে যেমন ভাল, তেমন চিন্তার কারণও হয়ে উঠেছে কিছু কিছু ক্ষেত্রে৷ যেমন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে পাক অভিনেতাদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল৷ এদিকে করণ জোহর-সহ অন্য কলাকুশলীদের মত, পাক শিল্পীদের ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না৷ দেশের মধ্যে যখন এরকম টানাপোড়েন, তখন দেশের বাইরেও ঘটল এক নজিরবিহীন ঘটনা৷ জন্মসূত্রে পাকিস্তানি এক অভিনেতাকে বাদ দেওয়া হল ব্রিটিশ টেলিভিশন শো থেকে৷

মার্ক আনোয়ার নামে ওই অভিনেতা উরি হামলার প্রেক্ষিতেই ভারতের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেন টুইটে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতেও ছাড়েননি তিনি৷ নেটিজেনরা এর প্রতিবাদ করা শুরু করলে তিনি তাঁর কিছু টুইট মুছে দেন৷ তবে যে টেলিভিশনের হয়ে তিনি কাজ করতেন, সেই টিভি কর্তৃপক্ষ এই জাতিবিদ্বেষী মন্তব্য করাকে ভাল চোখে নেয়নি৷ ফলে চলতি টেলিভিশন শো থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

The post ভারতবিরোধী টুইট, টিভি শো থেকে বাদ পাক অভিনেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement