shono
Advertisement

পাকিস্তানি অভিনেত্রীর প্রেমে মজে বাদশা! নায়িকার সঙ্গে দেখা করতে দেশ ছাড়লেন গায়ক?

সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল।
Posted: 04:55 PM Dec 04, 2023Updated: 04:55 PM Dec 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকমাস ধরে জনপ্রিয় গায়ক বাদশার প্রেমের গুঞ্জনে নিয়ে শোরগোল বিনোদন পাড়ায়। কখনও অভিনেত্রী ইশা রিখির সঙ্গে প্রেম, তো কখনও ম্রুণাল ঠাকুর। তবে এবার নতুন গুঞ্জন হল, এদেশের কোনও অভিনেত্রী নয়, বরং বাদশার নজর গিয়ে পড়েছে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে। হ্যাঁ, আর খবর রটেছে খোদ নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই।

Advertisement

তা কে সেই নায়িকা?

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এই হানিয়ার প্রেমেই নাকি মজেছেন বাদশা। এমনকী, হানিয়ার সঙ্গে দুবাই ট্রিপে গিয়েছেন গায়ক। সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন হানিয়া। যেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে, বাদশাকে। হানিয়া লিখেছেন, ”আমরা বাচ্চাদের মতো শপিং করছি।”

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর ২৬ সেকেন্ডের দৃশ্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া! কী করেছেন রণবীর?]

সূত্রের খবর, হানিয়ার জন্য নাকি ভারত থেকে বিশেষ মিষ্টিও নিয়ে গিয়েছেন বাদশা। তবে বাদশার সোশাল মিডিয়ায় এই প্রেমের কোনও প্রমাণ নেই!

হানিয়া আমির। পাকিস্তানের ধারাবাহিকের পরিচিত মুখ। তাঁর অভিনীত ‘তিতলি’ ধারাবাহিক খুবই জনপ্রিয় হয়। ভারতেই তিনি পরিচিত হন, ‘মেরে হামসফর’ ধারাবাহিক থেকে। সেই হানিয়ার প্রেমেই এখন হাবুডুবু খাচ্ছেন বাদশা।

[আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এ এসে বিপাকে কৃতী স্যানন! মান বাঁচাতে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement