shono
Advertisement

Breaking News

পাক রকেট হামলায় আফগানিস্তানে নিহত ৯, যুদ্ধের হুঙ্কার দিল কাবুল

আফগান সেনাকে তৈরি থাকার নির্দেশ। The post পাক রকেট হামলায় আফগানিস্তানে নিহত ৯, যুদ্ধের হুঙ্কার দিল কাবুল appeared first on Sangbad Pratidin.
Posted: 11:16 AM Jul 31, 2020Updated: 11:16 AM Jul 31, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরীহ নাগরিকদের উপর হামলা চালানো পাকিস্তানি ফৌজের কাছে জলভাত। এবার আফগানিস্তানের কান্দাহারে রকেট হামলা চালাল পাক বাহিনী। জনবহুল এলাকায় আছড়ে পরে একের পর এক শেল। ভয়াবহ বিস্ফোরণে এপর্যন্ত মৃত্য হয়েছে ৯ জন নিরীহ আফগান নাগরিকের।

Advertisement

আফগান সংবাদমাধ্যম ‘Tolo News’-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার কান্দাহার প্রদেশের স্পিন বলডাক এলাকায় আছড়ে পরে একর পর এক পাকিস্তানি রকেট। বিস্ফোরণের সময় ওই এলাকায় ইদের বাজার করছিলেন বহু মানুষ। ফলে মৃত্যু হয় ন’জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ইদ উপলক্ষে আজ অর্থাৎ শুক্রবার থেকে তিনদিনের সংঘর্ষবিরতি চুক্তি মেনে চলতে রাজি হয়েছে তালিবান ও আফগান সরকার। ফলে উৎসবের মরশুমে যুদ্ধজর্জর দেশটিতে শান্তি ফেরার আশা করছিলেন অনেকে। কিন্তু পাকিস্তানের হামলা সেই আশায় জল ঢেলে দিয়েছে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, পাকিস্তানকে (Pakistan) উপযুক্ত শিক্ষা দিতে সেনাকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন আফগান সেনাপ্রধান জেনারেল ইয়াসিন জিয়া। বিশেষ করে ডুরান্ড লাইন অর্থাৎ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আফগান বাহিনীকে আর অস্ত্রশস্ত্র মজুত রাখার নির্দেশও দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যে কোনও পরিস্থিতির জয়ন্ত আফগান বায়ুসেনা ও কমান্ড বাহিনীকে নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তানে, বিশেষ করে দেশটির পূর্ব ও দক্ষিণের অঞ্চলগুলিতে কামান দাগছে পাক সেনা। এই বিষয়ে কাবুলের হুঁশিয়ারি সত্বেও কিছুতেই থামছে না পাকিস্তানের হামলা।

অন্য একটি ঘটনায়, বৃহস্পতিবার দেশটির লোগার প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সংঘর্ষ বিরতি লাগু হওয়ার কয়েকঘণ্টা আগে হওয়া ওই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। তবে এই ঘটনার দায় নিতে অস্বীকার করেছে তালিবান (Taliban)। এক বিবৃতি দিয়ে আফগান তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, ওই হামলার সঙ্গে তালিবানের কোনও যোগ নেই। নিরাপত্তা সংস্থাগুলির মতে ওই হামলার নেপথ্যে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে।

[আরও পড়ুন: করোনার দাপটে কাঁপছে আমেরিকা, পর্যাপ্ত খাবার নেই ৩ কোটি মার্কিন জনতার]

The post পাক রকেট হামলায় আফগানিস্তানে নিহত ৯, যুদ্ধের হুঙ্কার দিল কাবুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement