shono
Advertisement

Breaking News

Mohammad Rizwan

রিজওয়ানের ডবল সেঞ্চুরি কাড়লেন অধিনায়ক! পাক ক্রিকেটে দ্রাবিড়-শচীন বিতর্কের ছায়া

ক্রিকেট মহলের বক্তব্য ছিল, যে ছন্দে পাক উইকেটরক্ষক খেলছিলেন তাতে অনায়াসে দ্বিশতরান করতে পারতেন তিনি।
Published By: Subhajit MandalPosted: 02:31 PM Aug 23, 2024Updated: 03:58 PM Aug 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৪ সালে ভারতের পাকিস্তান সফর। শচীন তেণ্ডুলকর ব্যাট করছেন ১৯৪ রানে। অর্থাৎ ডবল সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে। ভারতীয় দলও সেসময় ভালো জায়গায় ছিল। হঠাৎ ইনিংস ডিক্লেয়ার করে দেন তৎকালীন অধিনায়ক রাহুল দ্রাবিড়। নিশ্চিত ডবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন মাস্টার ব্লাস্টার। সেই নিয়ে বিস্তর বিতর্ক হয় ভারতীয় ক্রিকেটে। ২০ বছর পর সেই বিতর্কের ছায়া এবার পাক ক্রিকেটে।

Advertisement

এবার মহম্মদ রিজওয়ানের 'নিশ্চিত' ডবল সেঞ্চুরি কাড়ার অভিযোগ উঠল অধিনায়ক শান মাসুদের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তান একটা সময় মাত্র ১৬ রানে ৩ উইকেট খুইয়ে প্রবল চাপে ছিল। সেখান থেকে ইনিংসের হাল ধরেন রিজওয়ান এবং সাউদ শাকিল। দুর্দান্ত ইনিংসে পাকিস্তানকে দুর্দশা থেকে বের করে আনেন রিজওয়ান। ভালো ইনিংস খেলেন সাউদ শাকিলও।

[আরও পড়ুন: জামশেদপুরে ডুরান্ডের শেষ আটে নামছে মোহনবাগান, পাসিং ফুটবলে পাঞ্জাব বধের ছক মোলিনার]

সাউদ শাকিল ১৪১ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হলেও রিজওয়ান ১৭১ রানে অপরাজিত ছিলেন। ঠিক সেসময় ইনিংস ডিক্লেয়ার করে দেন শান মাসুদ। সেসময় পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৪৪৮ রান। ১১৪ ওভার খেলেছিল পাক দল। রিজওয়ানের অর্ধশতরান হতে বাকি ছিল মাত্র ২৯ রান। ক্রিকেট মহলের বক্তব্য, যে ছন্দে পাক উইকেটরক্ষক খেলছিলেন তাতে অনায়াসে দ্বিশতরান করতে পারতেন তিনি। শান মাসুদ তাঁর প্রাপ্য দ্বিশতরান কেড়ে নিলেন। যা নিয়ে বিতর্কও বিস্তর।

[আরও পড়ুন: আনোয়ার নিয়ে সব পক্ষের বক্তব্য শুনল প্লেয়ার্স স্টেটাস কমিটি, তবে সিদ্ধান্ত ঝুলেই

তবে অধিনায়ক শানের পাশেই দাঁড়িয়েছেন সাউদ শাকিল। তিনি বলছেন, "আগে থেকেই ঠিক ছিল আমরা ৪৫০ রানের কাছাকাছি গিয়ে ইনিংস ঘোষণা করব। রিজওয়ানও সেটা জানত। মনে হয় না এটাতে ওর খারাপ লেগেছে।" ইনিংস শেষে মাঠ ছাড়ার সময় রিজওয়ানকেও খুব একটা 'ক্ষুব্ধ' মনে হয়নি। বরং, বাবরের সঙ্গে হাসিমুখেই কথা বলেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার মহম্মদ রিজওয়ানের 'নিশ্চিত' ডবল সেঞ্চুরি কাড়ার অভিযোগ উঠল অধিনায়ক শান মাসুদের বিরুদ্ধে।
  • রিজওয়ান অপরাজিত ১৭১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
  • সেসময় পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৪৪৮ রান।
Advertisement