সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক দুর্নীতির কথা জানতে পেরেছিলেন৷ প্রতিবাদে গর্জে উঠবেন বলেও সিদ্ধান্ত নিয়েছিলেন৷ কিন্তু মুখ বন্ধ করতে অকথ্য অত্যাচার করা হল পাকিস্তানের প্রথম শিখ পুলিশ আধিকারিকের ওপর৷ স্ত্রী, সন্তান নিয়ে আপাতত ঘরছাড়া তিনি। কাঠগড়ায় পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য।
[সমকামিতা কি অপরাধ? পুরনো রায় পুনর্বিবেচনার আশ্বাস শীর্ষ আদালতের]
লাহোর থেকে মাত্র ২৮কিলোমিটার দূরের ডেরা চাহাল গ্রামের বাসিন্দা গুলাব সিং৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, ‘‘শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির এক শাখা সংগঠনের সদস্য তারিক ওয়াজির আমার পাগড়ি খুলে চুল ধরে বেধড়ক মারধর করেছে। স্ত্রী ও ছোট ছোট তিন সন্তানকে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে৷ আপাতত আমরা রাস্তাতেই দিন কাটাচ্ছি৷’’ শিখ পুলিশ আধিকারিকের অভিযোগ, কানাডা, আমেরিকা-সহ বিভিন্ন জায়গা থেকে সংগঠনের প্রায় নামে ১০-১৫কোটি টাকা আদায় করে ওই সংগঠন৷ কিন্তু ওই টাকা কোনও উন্নয়নমূলক কাজে ব্যবহার হয় না৷ গুলাবের দাবি, ২০১৬ সাল থেকে এই দুর্নীতির কথা জানতে পারেন তিনি৷ তারপর থেকেই শিখ সংগঠনের টার্গেট হয়ে যান তিনি৷ যারা মারধরের ঘটনায় জড়িত, তারা পাকিস্তানের সীমান্ত এলাকার বাসিন্দা বলেই দাবি নিগৃহীতের৷ নির্মম অত্যাচারের বিরোধিতায় কেউই পুলিশ আধিকারিকের পাশে না দাঁড়ানোয় ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন গুলাব৷
শুধু একবারই নয়৷ বারবারই দুর্নীতির প্রতিবাদ করে পুরস্কার হিসাবে গুলাব সিং ও তাঁর স্ত্রীর কপালে মিলেছে অত্যাচার৷ বছর চারেক আগে ২০১৪ সালে গুলাব সিংয়ের স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করে শিখ সংগঠনের সদস্যরা৷ অভিযোগ, ওই ঘটনার পরেও মেলেনি কোনও প্রশাসনিক সাহায্য৷
[বাদল অধিবেশনকে শান্তিপূর্ণ করতে তৎপর কেন্দ্র, এবার ময়দানে নামলেন খোদ স্পিকার]
যদিও গুলাব সিংয়ের অভিযোগ শিখ সংগঠনের তরফে অস্বীকার করা হয়েছে৷ মারধরের ঘটনার সত্যতা নেই বলেই দাবি সংগঠনের৷ আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে সংগঠনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে৷
তালিবান-সহ একাধিক সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক ও সম্প্রীতির বাঁধন শক্ত করতেই পাকিস্তানে শিখ পুলিশ আধিকারিক রাখা হয়৷ কিন্তু তা সত্ত্বেও আর্থিক দুর্নীতির প্রতিবাদী গুলাব সিংয়ের ওপর আক্রমণের ঘটনা সামনে আসায় সামনে আসছে সীমান্ত এলাকার অন্য অন্ধকারের ছবি৷
The post দুর্নীতির প্রতিবাদ, বাড়িছাড়া করা হল পাকিস্তানের প্রথম শিখ পুলিশ আধিকারিককে appeared first on Sangbad Pratidin.