সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সার্ক সম্মেলনে স্থগিতাদেশ ঘোষণা করতে বাধ্য হল পাকিস্তান৷ ভারত, বাংলাদেশ-সহ বেশ কয়েকটি সদস্য দেশ এবারের সম্মেলন বয়কটের ডাক দিলে, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতেই বাধ্য হল পাক প্রশাসন৷ শুক্রবার এক বিবৃতি জারি করে এ কথা জানিয়ে দেওয়া হল৷
নভেম্বরে ইসলামাবাদে এই সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল৷ কিন্তু ভারতের উরি সেক্টরে পাক জঙ্গি হানা পুরো পরিস্থিতি বদলে দেয়৷ কূটনৈতিকভাবে হামলার জবাব দিয়ে ভারত সার্ক সম্মেলনে অংশ নেবে না জানিয়ে দেয়৷ ভারতের পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ, ভূটান, আফগানিস্তানও৷ সার্বিকভাবে সন্ত্রাসের বিরোধিতা করতেই ভারতের অবস্থানকে সমর্থন জানিয়ে নিজেরাও সম্মেলন বয়কট করার পথে হাঁটে এই প্রতিবেশী দেশগুলি৷ পরে এ দলে যোগ দেয় শ্রীলঙ্কাও৷ একের পর এক দেশ সার্ক সম্মেলনে যোগ দিতে রাজি না হওয়ায় অবশেষে পিছু হটতে হল পাকিস্তানকে৷ আপাতত নভেম্বরের সম্মেলনে স্থগিতাদেশ ঘোষণা করল পাকিস্তান৷
পাকিস্তানের এই সিদ্ধান্তে ভারতের কূটনৈতিক জয়ই দেখছে আন্তর্জাতিক মহল৷ উরি হামলার পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও প্রথমেই অস্ত্রের পথে হাঁটেননি প্রধানমন্ত্রী৷ বরং আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে একঘরে করার পরিকল্পনা নিয়ে এগিয়েছেন৷ সে পথেই বড় সাফল্য এই স্থগিতাদেশ৷ পাকিস্তান যে এই মুহূর্তে একঘরে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ এর মধ্যে মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করার বিল পেশ হয়েছে৷ চিনকে পাশে পাবে ধরেই নিয়েছিল পাকিস্তান, কিন্তু চিনের তরফেও বলা হয়েছে ভারত বিরোধিতায় সর্বোতভাবে পাকিস্তানের পাশে নেই চিনও৷ সম্প্রতি রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফেও, ভারত-পাক সীমান্তের উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ ইতিমধ্যে সার্জিক্যাল স্ট্রাইকে পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারতীয় সেনারা৷ অর্থাৎ অস্ত্র ও কূটনীতি দুই ক্ষেত্রেই পাকিস্তানকে কোণঠাসা করতে এই মুহূর্তে অনেকটাই সুবিধাজনক পরিস্থিতিতে ভারত৷ সদস্য দেশের আস্থা অর্জন করা যে এই মুহূর্তে পাকিস্তানের কাছে বড় চ্যালেঞ্জ তা বলাই বাহুল্য৷
The post স্থগিত সার্ক সম্মেলন, ঘোষণা পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.