shono
Advertisement

বিয়ের সারপ্রাইজ গিফট! পলক মুচ্ছল ও মিঠুন পেলেন প্রধানমন্ত্রী মোদির বিশেষ চিঠি

রবিবার সাতপাকে বাঁধা পড়ে বলিউডের এই সুরেলা জুটি।
Posted: 07:40 PM Nov 08, 2022Updated: 08:00 PM Nov 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন সংগীতশিল্পী পলক মুচ্ছল (Palak Muchhal) ও মিঠুন (Mithoon)। জমকালো অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের সুরেলা জুটি। অতিথি হিসেবে হাজির ছিলেন সোনু নিগম, উদিত নারায়ণ, নীতি মোহনের মতো সংগীত জগতের তারকারা। অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে একটি শুভেচ্ছাপত্র অত্যন্ত স্পেশ্যাল পলকের কাছে। তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)।

Advertisement

পলক মুচ্ছলের মা অমৃতা ও বাবা রাজকুমার মুচ্ছলকে চিঠি লিখে তাঁদের সন্তানের বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিঠিতে লেখা, “ভালবাসা ও বিশ্বাসের ভরসা রেখে চিরদিনের জন্য এক হয়েছেন পলক ও মিঠুন, তার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। প্রতিটা দিন মধুর প্রেমময় হোক। আপনারা শতায়ু হয়ে নিজেদের পরিবারকে সমৃদ্ধ করুন। সবসময় একে অন্যের পাশে থাকবেন, স্বপ্ন এবং লক্ষ্য পূরণে সাহায্য করবেন। কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দায়িত্ব পালন করবেন। ঈশ্বরের আশীর্বাদে আদর্শ জীবনসঙ্গী হয়ে আজীবন থাকবেন।”

[আরও পড়ুন: ফের প্রেমে পড়লেন কার্তিক! নায়কের নতুন প্রেমিকা এবার কে?]

এরপরই প্রধানমন্ত্রী জানান, বিয়ে দুই পরিবারের খুবই আনন্দের উৎসব। শুধু নবদম্পতি নয়, তাঁদের পরিবারের কাছেও এটি জীবনের একটি নতুন অধ্যায়। সময়ের সঙ্গে পলক ও মিঠুনের সম্পর্ক যেন আরও পোক্ত হয়, এই কামনাই করেছেন তিনি।

চিঠির ছবি শেয়ার করে ক্যাপশনে পলক লেখেন, “প্রিয় মোদিজী, আপনার এই আশীর্বাদের এই চিঠি আমাদের মন ছুঁয়ে গিয়েছে। এই সম্মান ও ভালবাসার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এই শুভক্ষণে আপনার আশীর্বাদ পাওয়া আমাদের কাছে পরম সৌভাগ্যের।”

উল্লেখ্য, “আজ আমরা দু’জন চিরদিনের জন্য এক হয়ে গেলাম। চিরদিনের জন্য পথ চলা শুরু হল…”, একথা লিখেই বিয়ের ছবি আপলোড করেছেন মিঠুন ও পলক।  লাল লেহেঙ্গা ও ম্যাচিং শেরওয়ানিতে সেজেছিলেন নবদম্পতি। হাতে হাত রেখেই নতুন জীবনের অঙ্গীকার করেছেন তাঁরা। 

[আরও পড়ুন: শরীরে নতুন করে সংক্রমণ! এখনও আশঙ্কাজনক ঐন্দ্রিলা শর্মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার