shono
Advertisement

Panchayat Election 2023: স্ত্রী মনোনয়ন প্রত্যাহার করুক, শিবঠাকুরের মাথা ‘ফাটাল’ বিজেপি প্রার্থী কাকা ও তাঁর অনুগামীরা

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করেছিলেন শিবঠাকুর মণ্ডল।
Posted: 12:13 PM Jun 20, 2023Updated: 08:07 PM Jun 20, 2023

নন্দন দত্ত, বীরভূম: মাথা ফাটল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলাকারী শিবঠাকুর মণ্ডলের। তাঁর স্ত্রী এবার বীরভূমের বালিজুরি পঞ্চায়েতে (Panchayat Election 2023) তৃণমূল প্রার্থী হয়েছেন। অভিযোগ, মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ দিতেই শিবঠাকুরের উপর হামলা চালিয়েছে তাঁর কাকা ও কাকার অনুগামীরা। অভিযুক্তরা বিজেপির সঙ্গে যুক্ত। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের পালটা দাবি, মনোনয়ন প্রত্যাহারের জন্য় বিজেপি প্রার্থীকে চাপ দেওয়া হচ্ছিল। প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলেছে বিজেপি।

Advertisement

মঙ্গলবার অশান্তির সূত্রপাত মাছ ধরাকে কেন্দ্র করে। আক্রান্ত শিবঠাকুর মণ্ডলের অভিযোগ, রথের দিন ভাগের পুকুরে মাছ ধরা হচ্ছিল। তাঁর দুই ছেলেও সেখানে ছিল। ছিলেন শিবঠাকুরের কাকা দীপক মণ্ডলও। অভিযোগ, পুকুরের মাছ বিজেপি কর্মীদের মধ্যে ভাগ করে দিচ্ছিলেন তিনি। প্রতিবাদ করতেই শিবঠাকুরের উপর চড়াও হন প্রভাত ও তাঁর অনুগামীরা। অভিযোগ, মেরে শিবঠাকুর মণ্ডলের মাথা ফাটিয়ে দেওয়া হয়। ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামাও। এরপর দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

[আরও পড়ুন: লরির ধাক্কায় ভাঙল রথের চাকা, প্রতিবাদে দাসপুরে রাজ্য সড়ক অবরোধ, জ্বলল টায়ার]

শিবঠাকুর মণ্ডল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলনে। তাঁকে ভয় দেখানো,মারধর ও খুনের চেষ্টার অভিযোগ এনেছিলেন। তাতে অবশ্য শাপে বর হয়েছিল কেষ্ট মণ্ডলের। পিছিয়ে গিয়েছিল তাঁর দিল্লিযাত্রা। কিন্তু দল থেকে বহিষ্কার করা হয় শিবঠাকুরকে। তবে তাঁর স্ত্রী লিপিকা মণ্ডলকে এবার পঞ্চায়েত ভোটে প্রার্থী করেছে তৃণমূল। পালটা শিবঠাকুরের কাকা দীপককে প্রার্থী করেছে বিজেপি। বহিষ্কৃত তৃণমূল কর্মী শিবঠাকুরের অভিযোগ,”লিপিকাকে ভয় দেখিয়ে মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিতেই এই হামলা করেছে বিজেপি।”

 

পালটা দিয়েছে গেরুয়া শিবিরও। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, “লিপিকা হেরে যাবে বুঝতে পেরেই শিবঠাকুর এই নাটক করছে। আজ বিজেপি প্রার্থীর বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছিলেন শিবঠাকুর। কিন্তু বিজেপি পালটা প্রতিরোধ গড়ে তোলে।” সবমিলিয়ে অভিযোগ, পালটা অভিযোগ রথের দিন সরগরম বীরভূমের বালিজুরি এলাকা।

[আরও পড়ুন: MBA কোর্সের খরচ জোগাতে ‘সেক্সটরশন’ চক্র? রাজস্থানের ধৃত ছাত্রকে জেরায় মিলল তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার