shono
Advertisement

Panchayat Election 2023: ভোটের আগে উত্তপ্ত নদিয়ার কৃষ্ণগঞ্জ, ‘আক্রান্ত’ বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর পরিবার

এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।
Posted: 09:57 AM Jun 26, 2023Updated: 10:15 AM Jun 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে রাজ্যে ফের অশান্তি। এবার আক্রান্ত বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর পরিবার। রানাঘাট দক্ষিণের বিধায়কের দাবি, তাঁর বাবা, মা এবং ভাইকে বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও সে দাবি খারিজ করেছে ঘাসফুল শিবির।

Advertisement

বিজেপি বিধায়কের পরিবারের লোকজন জানান, রবিবার সন্ধেয় তৃণমূলের তরফে এলাকায় একটি মিছিল করা হয়। ওই মিছিল শেষে কৃষ্ণগঞ্জের বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা শুরু হয়। প্রথমে এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়কের পরিবারের লোকজন। আর সেই সময় বিজেপি বিধায়কের বাবা, মা ও ভাইকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেই অভিযোগ। শুধু তাই নয় মুকুটমণি অধিকারীর ভাই অনুপমের আরও অভিযোগ, তাঁর উপর লোহার রড নিয়েও বেশ কয়েকজন চড়াও হয়।

[আরও পড়ুন: স্বামীর পর টার্গেট স্ত্রী, একই পরিবারের সদস্যদের উপর পরপর অ্যাসিড হামলায় রহস্য]

মুকুটমণি অধিকারীর বাবা, মা ও ভাই বর্তমানে হাসপাতালে ভরতি। বিজেপি বিধায়কের ভাইয়ের চোট বেশ গুরুতর। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে কৃষ্ণগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। যদিও তৃণমূল হামলা, বোমাবাজির অভিযোগ মানতে নারাজ। জেলা তৃণমূল মুখপাত্র দেবাশিস রায়ের দাবি ভোটের আগে কুৎসার রাজনীতি করছেন মুকুটমণি অধিকারী।

[আরও পড়ুন: এবার একদিনের নোটিসেই বিয়ে! ‘তৎকাল রেজিস্ট্রি’ চালুর পথে রাজ্য?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার