সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার প্রত্যাখ্যান করা নিয়ে বিতর্কের মধ্যেই মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। রাজ্যপালের বক্তব্য, নির্বাচন কমিশনার বাংলার মানুষকে হতাশ করেছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, রাজীব সিনহার জয়েনিং লেটার গ্রহণ না করার কারণ এক লাইনে ব্যাখ্যা করে গেলেন রাজ্যপাল।
রাজীব সিনহার জয়েনিং লেটার গ্রহণ না করা নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বৃহস্পতিবার সংক্ষেপে বলেন,”আমি নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিলাম। কিন্তু বাংলার মানুষকে হতাশ করেছেন তিনি। মানুষের রক্তের প্রতিটি ফোটার দায় নির্বাচন কমিশনের। হিংসাকে সমূলে উৎখাত করতে হবে। মানুষ অ্যাকশন চাইছে। রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হবেই। আর এটা আমাদের প্রতিজ্ঞা। ” রাজীব সিনহার জয়েনিং লেটার রাজ্যপাল ফিরিয়ে দেওয়ায় এই মুহূর্তে পঞ্চায়েত ভোটের পরতে পরতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেই সি ভি আনন্দ বোস বুঝিয়ে দিলেন, রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন।
[আরও পড়ুন: এবার সংখ্যালঘুদের ‘মোদি মিত্র’ বানানোর উদ্যোগ বিজেপির! উত্তরপ্রদেশ থেকে শুরু নয়া অভিযান]
বস্তুত, রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার (Rajiv Sinha) ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিরোধীরা। আদালতও তাঁর কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছে। এর মধ্যে একবার তাঁকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু নির্বাচন কমিশনার ব্যস্ততার কারণ দেখিয়ে যাননি। এরই মধ্যে জানা গিয়েছে, নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার ফিরিয়ে দিয়েছেন।
[আরও পড়ুন: পাটনায় বিরোধী বৈঠকের ঠিক আগে শরিকের ধাক্কা নীতীশকে, বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন মাঁঝি]
এরপর কী হতে চলেছে, কমিশনারের ভবিষ্যৎ কী? রাজ্য নির্বাচন (Panchayat Election 2023) কমিশনারই বা কী পদক্ষেপ করবেন? সেসব নিয়ে জল্পনা চরমে। এরই মধ্যে বৃহস্পতিবার রাজীব সিনহাকে প্রশ্ন করা হয়, তিনি কি ‘স্টেপ ডাউন’ করছেন? উত্তরে রাজীব সংক্ষেপে বলেন, “এমন কোনও তথ্য পাইনি।” সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন রাজ্যপাল তাঁর জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন, তেমন কোনও তথ্য তাঁর কাছে নেই। নির্বাচন কমিশনারের এই সংক্ষিপ্ত উত্তরের পর অনেকের ধারণা, ইস্তফার জল্পনা আপাতত উড়িয়ে দিলেন রাজীব সিনহা। এদিকে রাজ্যপালও অনড়। ফলে পঞ্চায়েত ভোটের আগে বেনজির জটিলতা তৈরি হয়েছে।