সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে ফের উত্তপ্ত কোচবিহার। দিনহাটার পর এবার ঘটনাস্থল শীতলকুচি। ডাকঘড়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এলাকায় গুলি চলে বলেও অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়া হয় মোটরবাইকে। এই ঘটনায় কাঠগড়ায় বিজেপি। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
তৃণমূলের দাবি, এদিন দুপুরে বাইক চড়ে বেশ কয়েকজন ডাকঘড়ায় তৃণমূল কার্যালয়ের সামনে আসে। সেখানে হামলা চালানোর চেষ্টা করে তারা। তাতেই বাধা দেয় তৃণমূল। তা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি কর্মী-সমর্থকরা মোটরবাইকে আগুন লাগিয়ে দেয়। শুধু তাই নয়, গুলিও চালানো হয়।
[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে গ্রেপ্তারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে সৌমিত্র খাঁ]
যদিও গেরুয়া শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। সংঘর্ষ সামাল দেয়। জ্বলন্ত মোটরবাইকের আগুন নেভানো হয়। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে বারবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা।
দেখুন ভিডিও: