বাবুল হক, মালদহ: নির্দল বনাম তৃণমূল (TMC)। ভোটের প্রচারকে কেন্দ্র করে রাতভর চলল দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ, বোমাবাজি। বাড়িতে অগ্নিসংযোগ। পুড়ল কয়েকটি বাড়ি, দোকানঘর। জখম দু’পক্ষের অন্তত ছয়জন। বুধবার গভীর রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের ইংলিশবাজার থানার ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নঘরিয়া এলাকা। ইংলিশবাজার থানা থেকে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আহতদের স্থানীয় মিলকি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পঞ্চায়েত (Panchayat Election 2023) এলাকায় দলের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা নির্দল হয়ে ‘আম’ প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছেন। তৃণমূলের বিদায়ী উপপ্রধান লাকি শেখও এবার ঘাসফুল প্রতীক পাননি। কংগ্রেসের প্রতীকে প্রার্থী হয়েছেন লাকি। তৃণমূলের বিদায়ী প্রধানের স্বামী জাহেদুল শেখ দলের দায়িত্ব নেওয়ার পর গোষ্ঠীদ্বন্দ্ব আরও তীব্রতর হয় বলে অভিযোগ। দলের টিকিট না পেয়ে তৃণমূলের বিক্ষুব্ধরা নির্দল হয়ে যাওয়ায় দিনকয়েক আগে থেকেই এলাকায় উত্তেজনা চলছিল।
[আরও পড়ুন: রাজ্যসভার নিশ্চিত আসনে প্রার্থী হতে বঙ্গ বিজেপিতে দ্বন্দ্ব! স্বপনকে আটকাতে মরিয়া মিঠুন]
এক পক্ষ অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। অপরপক্ষ প্রতিরোধ গড়ে তুলতেই শুরু হয় সংঘর্ষ। গ্রামে ব্যাপক বোমাবাজি হয়। পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় তিনটি বাড়ি, দোকান। ব্যাপক ভাঙচুর চালানো হয় আরও পাঁচটি বাড়িতে। অবাধে চলে লুঠপাট। টাকা, গয়না, গবাদি পশু, বাইকও লুঠ হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চলছে।