বিক্রম রায়, কোচবিহার: পঞ্চায়েত ভোট (Panchayat Election) বাকি আর মাত্র ৩ দিন। তবু থামছে না হিংসা। গুলি-বোমাবাজির অভিযোগ আসছে লাগাতার। মঙ্গলবার খবরের শিরোনামে ফের উঠে এল কোচবিহারের দিনহাটার নাম। এবার বোমা বাঁধার সময় বিস্ফোরণে জখম হল দুই শিশু-সহ মোট চার জন। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
দিনহাটার গোসানিমারির ২ গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ। বোমা বাঁধার সময় পরপর অন্তত ৪-৫টি বোমা ফাটে। অভিযোগ, সাত্তার মিঞার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেখানে উপস্থিত ছিলেন মোজফফর মিঞা নামে আরেক ব্যক্তি। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুজনই। সাত্তার মিঞার বাড়িতে থাকা দুই শিশুও জখম হয়েছে। নাম-লতিফ মিঞা ও লুৎফর মিঞা। দুজনের আঘাতই গুরুতর। চারজনই দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন।
[আরও পড়ুন: ‘ভিক্ষের লক্ষ্মীর ভাণ্ডার এখন ভগবানের অন্ন’, মেদিনীপুর থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের]
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি,সাত্তার মিঞার বাড়িতে বোমা বাঁধা হয়। সেগুলি বিজেপি কেনে। এবারও পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরের জন্যই বোমা বাঁধছিল। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির পালটা দাবি, সাত্তার মিঞা তৃণমূল সমর্থক। তৃণমূলের জন্যই বোমা বাঁধছিল ওরা। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটে। এর আগে মালদহ, মুর্শিদাবাদ, ভাঙড় থেকে বোমাবাজির অভিযোগ উঠেছে। এমনকী, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে মেদিনীপুরেও। এবার জখম হল ২ শিশুও।