নন্দন দত্ত, বীরভূম: পঞ্চায়েত ভোট (Panchayat Election) আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। শেষমূহুর্তের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে বেফাঁস রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। পুলিশের উর্দি খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। এখানেই শেষ নয়, ভোটের দিন লাঠি নিয়ে দলের কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন তিনি। মন্তব্যের তীব্র নিন্দা করেছে শাসকদল।
রবিবার বীরভূমে একাধিক কর্মসূচি ছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন দুরবাজপুরে সভা করেন তিনি। এরপর চলে যান ময়ূরেশ্বরে। ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের দাড়কান্দি থেকে ষাটপলসা পর্যন্ত পদযাত্রা করেন তিনি। এরপর ষাটপলসায় পথসভা করেন তিনি। সেখানেই শাসকদলের নেতা ও পুলিশকে একহাত নেন সুকান্ত। নিশানা করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকে। দলের কর্মীদের লাঠি নিয়ে প্রস্তুত থাকার কথাও বলেছেন। সেখানেই স্থানীয় থানার ওসিকে আক্রমণ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আমি জানি ওসি আমাদের কর্মীদের গুলি করে মারার হুমকি দিয়েছে। আমি বলছি গুলি করে দেখান, হাই কোর্টে গিয়ে খাকি উর্দি যদি খুলে দিতে না পারি তো আমার নাম সুকান্ত মজুমদার না।”
[আরও পড়ুন: তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ! করণদিঘির বিধায়কের হুমকি ঘিরে শোরগোল]
সম্প্রতি বীরভূম থেকে ফিরহাদ হাকিম (Firhad Hakim) ২৪ সালে দিল্লি দখলের পর বিজেপি নেতাদের বাড়িতে সিবিআই-ইডি পাঠানোর কথা বলেছিলেন। এদিন তার পালটা দিলেন সুকান্ত। বললেন, “ক্ষমতা থাকলে ইডি-সিবিআইকে আমার বাড়িতে পাঠাবেন। আমার সম্পত্তির হিসেব দেখে আসতে বলবেন।” সবমিলিয়ে বুঝিয়ে দিলেন, শাসকদলকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন সুকান্ত।