সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিপিএম ছেড়েছেন অনেকদিন আগে। তবে পঞ্চায়েত ভোটে(Panchayat Election) প্রাক্তন দল সিপিএমের হয়ে ভোট চাইলেন বর্তমান কংগ্রেস নেতা তথা বহিষ্কৃত বামনেতা লক্ষ্মণ শেঠ। কিন্তু কেন?
হাতে বাকি আর একদিন। শনিবার পঞ্চায়েত ভোট। আজ অর্থাৎ বৃহস্পতিবার শেষ প্রচার। সব রাজনৈতিক দলের নেতা-কর্মীরাই শেষ লগ্নের প্রচারে ব্যস্ত। ভোট প্রচারে বেড়িয়ে কংগ্রেস নেতা লক্ষ্মণ শেঠ ভোট চাইলেন সিপিএমের হয়ে। বললেন, “আপনারা এবারের ভোটটা সিপিএমকেই দিন” স্বাভাবিকভাবেই এই মন্তব্য নিয়ে প্রশ্ন ওঠে। শোরগোল পড়ে যায়। যদিও মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন লক্ষ্মণ শেঠ। তিনি বলেন, “আমরা সব জায়গায় প্রার্থী দিতে পারিনি। সিপিএমের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। তাই ভোটটা বামেদের দিন। তবে ভাববেন না সিপিএমের জন্য ভোট চাইছি।”
[আরও পড়ুন: ভোটের দুদিন আগে অব্যাহত হিংসা! শীতলকুচি থেকে কুলতলি, দিকে দিকে আক্রান্ত শাসকদলই]
প্রসঙ্গত, সিপিএমের সঙ্গে লক্ষ্মণ শেঠের সম্পর্ক বহু পুরনো। দাপুটে নেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বেসরকারি মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ ২০১৬ সালে তাকে বহিষ্কার করে সিপিএম। পরবর্তীতে বিজেপিতে যোগ দেন তিনি। তবে সেটাও দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৮ সালে কংগ্রেসে যান তিনি। বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি।