shono
Advertisement

Panchayat Election: দলের প্রার্থীকে হুমকি! প্রকাশ্যে দুষ্কৃতীদের তাড়া করলেন ‘দাবাং’ সুকান্ত মজুমদার

ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।
Posted: 05:54 PM Jun 20, 2023Updated: 08:22 PM Jun 20, 2023

রাজা দাস, বালুরঘাট: পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে রাজ্যজুড়ে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বালুরঘাটে গঙ্গারামপুরবাসী অন্য ভূমিকায় দেখল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। গ্রামে ঢুকে একদল দুষ্কৃতীকে তাড়া করলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।

Advertisement

বালুরঘাটের শুকদেবপুরের ১৭৪ নম্বর আসন থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন রূপালী রায়। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের নমিনেশন প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। এলাকায় বাইক ও গাড়ি করে দুষ্কৃতীরা এসে তাঁদের উপর চাপ দিচ্ছে। ঘটনার খবর পেয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকদেবপুর এলাকায় যান। তখনই এতদল যুবককে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁদের ধাওয়া করেন সুকান্ত মজুমদার। অবস্থা বেগতিক বুঝে বাইক ও গাড়ি রেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ।

[আরও পড়ুন: স্ত্রী মনোনয়ন প্রত্যাহার করুক, শিবঠাকুরের মাথা ফাটাল বিজেপি প্রার্থী কাকা ও তাঁর অনুগামীরা]

এদিনের ঘটনায় গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। প্রসঙ্গত, শুধু গঙ্গারামপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিরোধী শিবিরের নেতারা দাবি করছেন, তাঁদের প্রার্থীদের লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন শাসকদলের বিরুদ্ধে। এমনকী, আতঙ্কে অনেক প্রার্থী ঘর ছাড়া বলেই দাবি।

[আরও পড়ুন: লরির ধাক্কায় ভাঙল রথের চাকা, প্রতিবাদে দাসপুরে রাজ্য সড়ক অবরোধ, জ্বলল টায়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার