রমণী বিশ্বাস, তেহট্ট: পঞ্চায়েত অফিস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ কর্মী। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তেহট্ট এলাকায়। পরিবারের তরফে তেহট্ট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ পঞ্চায়েত কর্মীর নাম তাজু দাই। পঞ্চায়েত অফিস থেকে কাকতালীয়ভাবে নিখোঁজ অফিসকর্মী। বাড়ি তেহট্ট থানার বক্সিপুর গ্রামে। সে তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের চতুর্থ শ্রেণির কর্মী। রোজকার মতো গতকাল, শনিবার বাইক নিয়ে অফিসে এসেছিলেন তাজু।
[আরও পড়ুন: ৯ থেকে ১৫ জুন পর্যন্ত Horoscope: গৃহে সুখ-শান্তি থাকবে? না বিপদ বাড়বে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]
অফিসের কর্মীরা জানাচ্ছেন, বাইকে চেপে অফিসে এসে টেবিলে ব্যাগপত্রও রাখেন। এর পর সাড়ে ১১টা থেকে তাজুর খোঁজ পাওয়া যায়নি। অথচ রাখার পর ১১:৩০ টার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। পঞ্চায়েত অফিসে গাড়ি রাখার জায়গায় বাইকটি পড়ে রয়েছে। অফিসের টেবিলের উপর সাজানো রয়েছে, তাঁর ব্যবহৃত ব্যাগ। শুধুমাত্র তাজুর খোঁজ মেলেনি।
দীর্ঘ সময় অফিসে তাঁকে না দেখতে পেয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে পরিবারের খবর দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকেও আত্মীয়, বন্ধুবান্ধব এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পাওয়ায় শনিবার সন্ধেয় তেহট্ট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার সকালেও হদিশ মেলেনি।