shono
Advertisement

Panchayat Poll 2023: ‘এত খুন করে মহান হবেন?’, নওদায় মৃত কংগ্রেস নেতার বাড়ি থেকে মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের

ভোট মিটলেও জেলায় জেলায় চলছে অশান্তি, ঝরছে রক্ত।
Posted: 12:05 PM Jul 09, 2023Updated: 12:57 PM Jul 09, 2023

কল্যাণ চন্দ, বহরমপুর: মুর্শিদাবাদের (Murshdibad) নওদায় ভোটের বলি হয়েছেন এক কংগ্রেস কর্মী। রবিবার সকাল ১১ টা নাগাদ তাঁর বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “এত খুন করে মহান হবেন? দু একটা সিটে হারলে তো সরকার পড়ত না, তাহলে এত খুন কেন?”

Advertisement

শনিবার সকাল থেকেই জেলায় জেলায় চলছিল অশান্তি। ওইদিন সাতসকালে নওদায় (Nawda) চায়ের দোকানে আক্রান্ত হন এক বৃদ্ধ ভোটার। বৃদ্ধের নাম হাজি নিয়াকত শেখ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। রবিবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মৃতের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন তিনি। বলেন, “মুখ্যমন্ত্রী এত খুন করে আপনি মহান হবেন? কয়েকটা সিটে হারলেও সরকার আপনারই থাকত, তা হলে এত খুন কেন?” রাজ্য নির্বাচন কমিশনকে ভেড়ার বাচ্চা বলে কটাক্ষ করেন তিনি। 

[আরও পড়ুন:  হিংসাই যেন দস্তুর, ক্ষমতায় যেই থাক, বারবার রক্তাক্ত হয়েছে বাংলার পঞ্চায়েত ভোট]

এদিন অধীর চৌধুরী গণনাতেও অশান্তির আশঙ্কা করেছেন। তিনি বলেন, “নির্বাচনের পরও সন্ত্রাস চলছে। গণনার দিনও সন্ত্রাস চলছে। রাজ্যের পরিস্থিতি ভয়ংকর।” পায়ে অস্ত্রোপচার নিয়েও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেস নেতা। বলেন, “১১ তারিখের পর পা ঠিক হয়ে যাবে। সবটাই নাটক চলছে।” এদিন কেন্দ্রীয় বাহিনী দেরিতে পৌঁছনো নিয়ে কেন্দ্রকেও আক্রমণ করেছেন অধীর চৌধুরী।

এদিকে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে মালদহের রথবাড়ি মোড়ে পথ অবরোধ কংগ্রেসের। নেতৃত্বে সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সেই সঙ্গে এদিও একাধিক জেলা থেকে প্রকাশ্যে আসছে অশান্তির খবর।

[আরও পড়ুন:  Panchayat Election: রাজ্যে ভোটের বলি আরও ১, বাসন্তীতে ‘খুন’ তৃণমূল সমর্থক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার