সংবাদ প্রতিদিন ব্যুরো: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) হাতে বাকি আর মাত্র দু'দিন। এই পরিস্থিতিতেও বারবার প্রকাশ্যে শাসকদলের অন্তর্কলহ। শাসকদলের দুই গোষ্ঠীর লড়াইয়ে বাসন্তীতে ব্যাপক বোমাবাজি। এদিকে তালদি ও নন্দীগ্রাম থেকে উদ্ধার হল ব্যাগ ভরতি বোমা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভোটের অশান্তি ছড়াতেই কি মজুত করা হচ্ছিল বোমা? উঠছে প্রশ্ন।
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনবরত অশান্তির খবর প্রকাশ্যে আসছে। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে শাসকদলের ২ গোষ্ঠীর লড়াই চরমে ওঠে। ব্যাপক বোমাবাজি হয় এলাকা। বুধবার সকালেও থমথমে বাসন্তী। এলাকায় মিলেছে বোমা। এদিকে মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুরের বনশ্রীতে মিলেছে এক ব্যাগ তাজা বোমা। অভিযোগ, শুভাশিস জানা-সহ ২ তৃণমূল কর্মী ওই বোমা এলাকায় ঢোকাচ্ছিল। এলাকার বাসিন্দারা তাদের ধরে ফেলে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। রাতেই বোমা উদ্ধার করেছে পুলিশ। আটক করেছে ২ তৃণমূল কর্মীকে।
[আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের পালটা অন্নপূর্ণা! পাঁচশোর বদলে মাসে ২ হাজার দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর]
এদিকে বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং এর আগের স্টেশন তালদির রেল লাইনের পাশে মিলল তাজা বোমা ভরতি ব্যাগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে রেল পুলিশ। এত বোম কোথা থেকে এল তা জানতে তদন্তে ক্যানিং থানার পুলিশ। ইতিমধ্যে সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য।