নন্দন দত্ত, বীরভূম: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁর স্বামী। আর ওই মামলার জেরেই দিল্লিযাত্রা কিছুটা হলেও বিলম্বিত হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতির। সেই শিবঠাকুর মণ্ডলের স্ত্রীকেই এবার ভোটযুদ্ধে সৈনিক হিসাবে বেছে নিয়েছিল তৃণমূল। বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের বনকাটি ১৬৫ নম্বর সংসদ থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে জিতলেনও তিনি। জয়ের পর আপ্লুত তৃণমূল প্রার্থী। সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শিবঠাকুরের স্ত্রী লিপিকা মণ্ডল পেশায় শিক্ষিকা। কলেজ জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। বরাবরই তাঁর সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে। সে কারণেই তাঁর রাজনীতিতে আসা। আগেও তৃণমূল থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব পেয়েছেন। সেই সময় প্রস্তাব ফিরিয়ে দেন। তবে এবার আর সুযোগ হাতছাড়া করেননি। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। জিতলেনও লিপিকা।
[আরও পড়ুন: পঞ্চায়েতের ফলাফল LIVE UPDATE: পঞ্চায়েতে একাধিক জেলায় এগিয়ে শাসকদল, ১ ভোটে জয়ী সুতির TMC প্রার্থী]
লিপিকাকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া তৃণমূলের তরফে পুরস্কার বলেই দাবি করেছিল রাজনৈতিক মহল। তবে সে দাবি ফলপ্রকাশের পরেও খারিজ করেছেন শিবঠাকুর ঘরনি। তাঁর দাবি, শিবঠাকুরের অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়েরের সঙ্গে তাঁর তৃণমূলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা কোনও যোগসূত্র নেই। এই দুই ঘটনার যোগসূত্র করাই অনুচিত। তৃণমূলে আগে ছিলেন। আগামিদিনেও তৃণমূলের সঙ্গে থাকবেন বলেই জানান লিপিকা।
দেখুন ভিডিও: