সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Polls) কেন্দ্রীয় বাহিনী নিয়ে অবশেষে কাটতে চলেছে জটিলতা। কারণ বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাতে রাজি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার কলকাতা হাই কোর্টকে একথাই জানাল রাজ্য নির্বাচন কমিশন।
আদালতের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। প্রথমে সেই আরজি মেনে ২২ এবং পরে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা চিঠি লিখে জানায় অমিত শাহর মন্ত্রক। পাশাপাশি এও বলা হয়, কীভাবে রাজ্যে এই ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তার বিস্তারিত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে হবে। তবেই পরবর্তীতে আরও কোম্পানি পাঠানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত তথ্য তুলে ধরে পালটা চিঠি দিয়ে আবারও বাকি কোম্পানি বাহিনী চেয়ে পাঠায় কমিশন। পত্রযুদ্ধ কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৈরি হয় চূড়ান্ত জটিলতা।
[আরও পড়ুন: পুলিশি ‘চক্রান্ত’, বাসন্তী পৌঁছেও নিহত TMC কর্মীর পরিবারের সঙ্গে দেখা হল না বোসের]
শোনা যাচ্ছিল, রাজ্য নির্বাচন কমিশন ঠিক করেছে, চাহিদা মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী না পাঠানো হলে প্রয়োজনে পড়শি রাজ্য থেকে পুলিশ আনতে পারে রাজ্য। মূলত, ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে এই বাহিনী নেওয়া হতে পারে। তবে ঠিক কত সংখ্যক পুলিশ আসবে সেসময় চূড়ান্ত হয়নি। তবে তার আর প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি দিয়ে কমিশনকে আশ্বস্ত করা হয়েছে যে বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানো হবে। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে ৮২২ কোম্পানি দিয়েই পঞ্চায়েত ভোট হবে। সোমবার কলকাতা হাই কোর্টে হলফনামা পেশ করে রাজ্য নির্বাচন কমিশন আরও জানায়, পঞ্চায়েত ভোটে মোট বুথের সংখ্যা ৬১,৬৩৬। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৭.৮৪ শতাংশ অর্থাৎ ৪৮৩৪টি।
তবে এদিন কমিশনের দেওয়া রিপোর্টে বকেয়া বাহিনীর কথা উল্লেখ ছিল না। শুনানির শেষার্ধে এই অতিরিক্ত বাহিনীর কথা জানতে পারে বলে জানায় কমিশন। তার প্রেক্ষিতে কমিশনের এই রিপোর্ট সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। এদিন মামলার শুনানিতে সশরীরে হাজির ছিলেন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য।
এদিকে, রাজ্যের মুখ্যসচিবকেও চিঠি দিয়ে ৪৮৫ কোম্পানি বাহিনী দেওয়ার কথা জানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। বলা হয়েছে, আইটিবিপির ৩০ কোম্পানি, এসএসবির ৩০ কোম্পানি, সিআরপিএফের ৫৩ কোম্পানি এবং বিএসএফের ১০০ কোম্পানি পাঠানো হবে। এছাড়াও বিহার-সহ বিভিন্ন রাজ্য় থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বাংলায়। এদিকে, পঞ্চায়েত ভোটের ভোটে সাধারণের সুবিধার জন্য কন্ট্রোল রুম খুলল কমিশন।