অরূপ বসাক, মালবাজার: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারে আগামী সপ্তাহ থেকেই ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৭ জুন, মঙ্গলবার মালবাজার সভা করবেন তিনি। শনিবার মাল ব্লকের লিস রিভার চা বাগানে তৃণমূলের সভায় একথা জানান জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর জেলার তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়।
শনিবার মাল ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তিনি সাধারণ মানুষকে বলেন, ”আগামী ২৭ তারিখ মালবাজারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ থেকে তৃণমূল প্রার্থীদের মনোবল বাড়াতেই মালবাজারে আসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই সভা করবেন। ২৭ তারিখ জলপাইগুড়ি জেলার মালবাজারে সভা করবেন মুখ্যমন্ত্রী। বেলা ১২ টায় মালবাজারে সভা হবে। আজ প্রশাসনের কর্তারা এবং আমরাও মাঠ পরিদর্শন করেছি। মালবাজারের কোন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে তা আজই চিহ্নিত করে স্থির করা হবে।”
[আরও পড়ুন: বিরোধী বৈঠকে গরহাজির, ধীরে ধীরে বিজেপির দিকে ঝুঁকছেন KCR! বিস্ফোরক কংগ্রেস]
শনিবার প্রথমে একটি সভা হয় বাগ্রাকোটের কমিউনিটি হলে। এখানে উপস্থিত ছিলেন বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, তৃণমূলের ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) প্রার্থীদের খাদা পরিয়ে সম্মান জানান তিনি। এরপর বাগ্রাকোটের হনুমান মন্দিরে পুজো দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর পায়ে হেঁটে এবং বাইক র্যালি করে গোটা বাগ্রাকোট এলাকায় প্রচার করে তৃণমূল। সেখান থেকেই তিনি তৃণমূল নেত্রীর সভার কথা জানান।
[আরও পড়ুন: কাকা ISF, ভাইপো তৃণমূল, দেগঙ্গায় পঞ্চায়েতে পারিবারিক লড়াই]
পঞ্চায়েতের প্রচারে সারতে রবিবারই উত্তরবঙ্গে পৌঁছে যাবেন তৃণমূল সুপ্রিমো। সোমবার কোচবিহার ১ নং ব্লকে জনসভা। তা সেরে মালবাজারের উদ্দেশে রওনা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার মালবাজারে জনসভা করবেন তিনি।