shono
Advertisement

এদিক ওদিক পায়ের ছাপ, গর্জনে কান পাতা দায়, বাঘের আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমা

মাসদুয়েক ধরে বাঘের আতঙ্কে কাঁটা স্থানীয়রা।
Posted: 12:02 PM Dec 25, 2023Updated: 12:05 PM Dec 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নদীর চরে পায়ের ছাপ জানান দিয়েছিল বাঘের অতিস্ত। এবার গর্জন। আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমার দক্ষিণাড়ার বাসিন্দা। তাঁদের দাবি, উপেন্দ্রনগর জঙ্গলে রয়েছে বাঘ।

Advertisement

কখনও শ্রীধরনগর, কখনও সীতারামপুর, ইন্দ্রপুর, রাখালপুর আর উপেন্দ্রনগর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। গত প্রায় মাসদুয়েক ধরে বাঘের আতঙ্কে কাঁটা স্থানীয়রা। বনদপ্তরের কর্মীরা গত দুমাস ধরে ঘর ছেড়ে জঙ্গলে নৌকায় বসবাস শুরু করেছেন। বাঘের খোঁজ চলছে নিরন্তর। তা সত্ত্বেও দেখা পাওয়া যাচ্ছে না দক্ষিণরায়ের। এই আতঙ্কের মাঝে আবার সোমবার সকালে উপেন্দ্রনগর ঠাকুরান নদীর চরে বাঘের গর্জন শুনতে পান স্থানীয়রা। বাঘ খাঁচাবন্দি করতে আরও বেড়েছে তৎপরতা। তবে এখনও পর্যন্ত কোনও খাঁচাতেই ধরা পড়েনি বাঘ।

[আরও পড়ুন: প্রেম প্রস্তাবে ‘না’, দলীয় কার্যালয়ে ডেকে ছাত্রনেত্রীর ‘শ্লীলতাহানি’ TMCP নেতার]

উল্লেখ্য, চলতি মাসেই সুন্দরবনের আজমলমারি জঙ্গল থেকে নদী পেরিয়ে একটি বাঘ কুলতলির ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় ঢুকে পড়ে। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে বনদপ্তরকে খবর দেন স্থানীয়রা। বনদপ্তরের কর্মীরা এসে জাল দিয়ে গোটা জঙ্গল ঘিরে ফেলে। ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা থাকলেও সেদিকে ফিরেও তাকায়নি বাঘমামা। ৩ দিনের লুকোচুরি খেলা শেষে নদী পেরিয়ে ডেরায় ফেরে রয়্যাল বেঙ্গল টাইগার।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘ওকে ফিরিয়ে দাও’, ছেলের মৃত্যুর ঘণ্টাপাঁচেকের মধ্যে সন্তানশোকে প্রাণ হারালেন মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার