সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগামেন্টের চোট বেশ গুরুতর। ইতিমধ্যেই দু’বার অস্ত্রোপচার হয়েছে। আগামী ছ’সপ্তাহে আরও একটি অস্ত্রোপচার হবে ঋষভ পন্থের। তাই সব মিলিয়ে ২০২৩ সালের প্রায় পুরোটা সময়ই হয়তো মাঠের বাইরে থাকতে হবে ভারতীয় উইকেটকিপারকে। স্বাভাবিক ভাবেই যা ভারতীয় শিবিরের কাছে সুখকর নয়।
বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি পন্থ (Rishabh Pant)। গত সপ্তাহে লিগামেন্টে টানা তিন ঘণ্টার অস্ত্রোপচার হয়েছিল তাঁর। তারপর প্রথমবার সাপোর্টে ভর করে বিছানা ছেঁড়ে উঠেও দাঁড়িয়েছিলেন তিনি। ডাক্তাররা জানিয়েছিলেন, আরও এক সপ্তাহ তাঁর হাসপাতালে থাকতে হবে। সেই সময় ধীরে ধীরে তাঁকে হাঁটানো হবে। তবে এবার শোনা যাচ্ছে, অস্ত্রোপচারের কাজ সবে অর্ধেক হয়েছে। আগামী ছ’সপ্তাহের মধ্যেই ফের ছুড়িকাচি নিয়ে অপারেশন থিয়েটারে পন্থের সামনে হাজির হবেন চিকিৎসকরা। বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, পন্থের চোট বেশ গুরুতর। তাই শুধু এশিয়া কাপই নয়, ওয়ানডে বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।
[আরও পড়ুন: ‘অনেক হয়েছে, এবার বিদেশে খেলব’, লাগাতার বাদ পড়ায় বিসিসিআইকে তোপ এই তারকার]
এক ইংরাজি সংবাদমাধ্যমকে তিনি বলেন, “পন্থ কবে মাঠে ফিরবে, এখনই বলা খুব কঠিন। তবে তাঁর বর্তমান রিপোর্ট খুব একটা সন্তোষজনক নয়। অন্তত আট-ন’সপ্তাহ ফেরার সম্ভাবনা নেই। বিশ্বকাপও (ICC World Cup 2022) হয়তো মিস করবেন তিনি। তবে পরবর্তী অস্ত্রোপচার কেমন হচ্ছে, তার উপর অনেক কিছু নির্ভর করবে।” ডান হাঁটুর তিনটি লিগামেন্টই ক্ষতিগ্রস্ত পন্থের। দু’টির অস্ত্রোপচার হলেও তৃতীয়টিকে ছুরি চালাতে মাঝে অন্তত ছ’সপ্তাহের ব্যবধাবন রাখা প্রয়োজন। সেই হিসেবেই চিকিৎসা চলছে পন্থের।
গত ডিসেম্বরের ৩০ তারিখ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। কোনওক্রমে প্রাণ বাঁচে তাঁর। প্রথমে দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৪ জানুয়ারি তাঁকে মুম্বইয়ে উড়িয়ে আনা হয়। বর্তমানে কোকিলাবেন হাসপাতালেই ভরতি তিনি।