সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল শহর। এমন পরিস্থিতিতেই 'হইচই' প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ 'কাবেরী' (Kaberi Web Series)। যেখানে গার্হস্থ্য হিংসার মতো বিষয় তুলে ধরা হবে। আর তাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে (Paoli Dam)।
শুধু সমস্যা নয়, তার সমাধানও নতুন এই ওয়েব সিরিজে দেখানো হবে। নারীর ঘুরে দাঁড়ানোর বিষয়টিও তুলে ধরা হবে প্রত্যেকটি এপিসোডের মাধ্যমে। নাম ভূমিকাতেই অভিনয় করছেন পাওলি। নির্যাতনের শিকার, মানসিকভাবে ধ্বস্ত হয়েও লড়াইয়ের ময়দান ছাড়বে না কাবেরী। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে সে।
[আরও পড়ুন: রাধাকৃষ্ণের ফটোশুটে ‘যৌন উসকানি’র অভিযোগ! ছবি ডিলিট করলেন তামান্না ]
ওয়েব সিরিজে এর আগেও অভিনয় করেছেন পাওলি দাম। এসভিএফের প্রযোজনায় তৈরি 'অভিশপ্ত নাইটি', 'ব্যোমকেশ হত্যামঞ্চ' সিনেমাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে হইচই প্ল্যাটফর্মে এই প্রথমবার তাঁকে দেখা যাবে। চিরকালই শক্তিশালী চরিত্রে নজর কেড়েছেন পাওলি। ‘কাবেরী’র সফর খুবই অন্যরকম বলেই জানা গিয়েছে। সংসারের যাবতীয় প্রতিকূলতা, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তার সরব হওয়ার, ঘুরে দাঁড়ানোর যাত্রা এই সিরিজে দেখা যাবে।
নতুন এই ওয়েব সিরিজে পাওলির বিপরীতে তাঁর স্বামীর ভূমিকায় পাওয়া যাবে সৌরভ চক্রবর্তীকে। সৌরভ নিজেও সিরিজ পরিচালনা করেন এবং সংবেদনশীল অভিনেতা। ফলে তাঁদের পর্দার রসায়ন দেখার আগ্রহ থাকবে দর্শকের মধ্যে। ওয়েব সিরিজ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী বলেন, "কাবেরী শুধুমাত্র একটা চরিত্র নয়, ব্যক্তি মানুষের যাত্রা, প্রতিরোধ ও নারীশক্তির গল্প বলবে, এই কাহিনি।" সিরিজ পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন ‘সুইজারল্যান্ড’, ‘বুমেরাং’-খ্যাত শৌভিক কুণ্ডু। সাসপেন্স, ড্রামায় ভরপুর এই সিরিজটি খুব শীঘ্র আসবে হইচই-তে। সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে বলা যায়, এই সিরিজ মানুষকে ভাবাবে।