সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে 'বৈপ্লবিক' বদল। বিসিবি সভাপতির পদ ছাড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ নাজমুল হাসান পাপন। সেই ২০১২ সাল থেকে বিসিবি সভাপতি পদে ছিলেন পাপন। বুধবার সকালে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রকে বিসিবির পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছিল। সেই সভায় ইমেলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন।
অশান্ত বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। চলতি মাসের প্রথম থেকে যে অচলাবস্থা শুরু হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেও তার পুরোপুরি সুরাহা মেলেনি। বাংলাদেশে পটপরিবর্তনের পর থেকেই পাপন কার্যত আত্মগোপন করে আছেন। বোর্ডের দায়িত্বভার যে তাঁকে ছাড়তে হবে, সেটাও স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। তাঁর অনুপস্থিতিতে পরিচালন সমিতির বাকি সদস্যরাই বাংলাদেশ ক্রিকেটার কাজকর্ম চালাচ্ছিলেন। তাতে সায় ছিল অন্তর্বর্তীকালীন সরকারেরও।
[আরও পড়ুন: রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক! স্বামীর দাবিতে জনস্বার্থ মামলার নির্দেশ দিল্লি হাই কোর্টের]
২০১২ সালে হাসিনা সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে পাপন তিন বার বিসিবি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল তাঁর কার্যকালের মেয়াদ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার আগেই সরে দাঁড়ালেন তিনি।
[আরও পড়ুন: ভক্তদের জন্য খুশির খবর, পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবার বিনামূল্যে!]
পাপনের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ। এর আগে তিনি নির্বাচকের ভূমিকাও পালন করেছেন। দেশের হয়ে সাতটি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। ১৯৮৮ সালে অভিষেক হয়েছিল ফারুকের। শেষ ম্যাচ খেলেন ১৯৯৯ সালে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধানের পদে এই প্রথম কোনও প্রাক্তন ক্রিকেটার বসলেন। সভাপতির চেয়ারে বসে ফারুকের বক্তব্য, "আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের সম্মান বৃদ্ধি করা।"