সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদিই (Narendra Modi) আমাদের কণ্ঠস্বর। তাঁর পদাঙ্ক অনুসরণ করেই আমরা চলব। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাফ এই কথাই জানিয়ে দিলেন পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) প্রধানমন্ত্রী জেমস মারাপে। তাঁর মতে, প্রশান্ত মহাসাগরীয় এলাকার ক্ষুদ্র দেশগুলির সমস্যা সমাধানে আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করবেন মোদি। প্রসঙ্গত, রবিবারেই মোদিকে স্বাগত জানাতে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন জেমস।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রাধান্য ঠেকাতে অন্যান্য দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইছে ভারত। সেই জন্য রবিবার জাপানে জি-৭ সম্মেলন সেরেই পাপুয়া নিউ গিনি পৌঁছেছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত দশটার পরে সেদেশের রাজধানী পোর্ট মোরেসবিতে পা রাখেন তিনি। বিমানবন্দরে মোদিকে স্বাগত জানানোর সময়েই ভারতীয় কায়দায় প্রণাম করেন মারাপে (James Marape)। ভাইরাল হয়ে যায় পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর এই কাজের ভিডিও।
[আরও পড়ুন: সার্ভিস রিভলবার থেকে গুলি, থানায় বসেই আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর]
সোমবারে মোদির সঙ্গে বৈঠক করেন মারাপে। সেখানেই বলেন, “রাশিয়া-ইউক্রেন যেই যুদ্ধ করুক না কেন, আমাদেরই ভুগতে হয়। প্রধানমন্ত্রী মোদি যে সমস্ত বড় বড় দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন, সেই দেশগুলিতে তো তেলের দামে অনেক ছাড় থাকে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার লড়াইয়ে জাঁতাকলের মধ্যে পড়ে আমাদেরই ক্ষতি হচ্ছে। আমাদের মতো ছোট দেশগুলির সমস্যা তুলে ধরার জন্য মোদিই প্রকৃত কণ্ঠস্বর।”
মারাপে আরও বলেন, “প্রশান্ত মহাসাগরীয় এলাকায় গুরুত্বপূর্ণ বাণিজ্য চালায় বড় বড় দেশগুলি, কিন্তু আমাদের মতো ছোট দেশগুলির অর্থনীতির উন্নতি হয় না। ক্ষমতার লড়াইয়ে আমাদেরই ভুগতে হয়। আমাদের আশা, এই সমস্যাগুলির কথা বিশ্ব মঞ্চে তুলে ধরবেন মোদি, কারণ তিনিই দক্ষিণ এশিয়ার কণ্ঠস্বর। আন্তর্জাতিক ক্ষেত্রে মোদির নেতৃত্বে ভারত যেভাবে এগোবে, আমরাও সেই পথেই হাঁটব।” প্রসঙ্গত, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পাপুয়া নিউ গিনি সফরে গিয়েছেন মোদি।