shono
Advertisement
Paris 2024 Olympics

প্যারিস অলিম্পিকের আগে শুটিংয়ে কোন নজির গড়ল ভারত?

শুটিংয়ে পদক জয়ের লক্ষ্যে ভারত।
Published By: Sabyasachi BagchiPosted: 08:34 PM Jan 11, 2024Updated: 05:24 PM Jul 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতের সব রেকর্ড ভেঙে দিল ভারত (India)। আসন্ন প্যারিস অলিম্পিকের (Paris 2024 Olympics) জন্য ইতিমধ্যেই ১৬ জন শুটার ছাড়পত্র পেয়ে গেলেন। যা এর আগে কখনও হয়নি। এই ইভেন্টে অবশ্য ২৪জনকে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার, ১১ জানুয়ারি জাকার্তায় এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্সে ২৫ মিটার স্পোর্টস পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রিদম সাঙ্গোয়ান। আর তাই ভারতীয় শুটিং দলের ১৬তম সদস্য হিসেবে অলিম্পিকের টিকিট অর্জন করলেন। গত টোকিও অলিম্পিকে ভারতের জার্সি গায়ে ১৫ জন শুটার অংশ নিয়েছিলেন। সেই রেকর্ড এবার ভেঙে গেল।

[আরও পড়ুন: বিশ্বকাপের পর এএফসি কাপ, প্রথম মহিলা হিসেবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের রেফারি ইয়ামাশিতা ইয়োশিমি]

এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে এই নিয়ে তিনটি পদক জিতলেন রিদম। এর আগে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। সেই বিভাগে সোনা জিতেছিলেন এষা। ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগেও রুপো জিতেছিলেন রিদম। অর্জুন সিং চিমার সঙ্গে জুটি বেঁধে সেই পদক জিতেছিলেন তিনি। এবার ভারতের শুটিং দল অলিম্পিকের মঞ্চে কেমন পারফর্ম করেন সেটাই দেখার।

[আরও পড়ুন: সামনেই আইপিএল, নেটে ‘মাহি মার রাহা হ্যায়’ মেজাজে ধোনি, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে এই নিয়ে তিনটি পদক জিতলেন রিদম।
  • এর আগে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। সেই বিভাগে সোনা জিতেছিলেন এষা।
  • ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগেও রুপো জিতেছিলেন রিদম। অর্জুন সিং চিমার সঙ্গে জুটি বেঁধে সেই পদক জিতেছিলেন তিনি।
Advertisement