shono
Advertisement

মেট্রো স্টেশনে ভুল পথ ধরায় মোটা জরিমানা, ছাড় পেলেন না সন্তানসম্ভবা মহিলা

মানুষের থেকেও কি নিয়ম বেশি জরুরি? প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়। The post মেট্রো স্টেশনে ভুল পথ ধরায় মোটা জরিমানা, ছাড় পেলেন না সন্তানসম্ভবা মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Mar 05, 2018Updated: 01:33 PM Sep 14, 2019
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরটা ভাল ছিল না। ভদ্রমহিলা তাই একটু শর্টকাট রাস্তা ধরেছিলেন। মেট্রো স্টেশন থেকে বেরনোর সময় অন্য পথ ধরেন। প্যারিস মেট্রো কর্তৃপক্ষর ঠিক নজরে পড়ে যান। সঙ্গে সঙ্গে মোটা জরিমানা।

[স্তনদুগ্ধ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন এই মহিলা]

Advertisement

ফ্রান্সের এই ঘটনায় প্রশ্ন উঠেছে মানুষের শারীরিক অবস্থার থেকেও কি নিয়ম বেশি জরুরি? কারণ ওই যাত্রী সন্তানসম্ভবা ছিলেন। মেট্রো থেকে নামার পর তাঁর শরীর যেন দিচ্ছিল না। এর ফলে তিনি কোনওভাবে নিয়ম ভাঙেন। প্যারিস মেট্রোয় যাত্রীদের যাতায়াতের পথ আলাদা করা রয়েছে। কারণ অফিস টাইমে এত ভিড় হয় যে আপ-ডাউনের পৃথক রাস্তা না করলে মুশকিল হয়ে যায়। ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা এবং শাস্তির ব্যবস্থা রয়েছে। ওই যাত্রী ঠিক কী কারণে ভুল লাইনে হাঁটেন তা অবশ্য জানা যায়নি। লক্ষ্মণরেখা পেরনোর জন্য মহিলাকে ৬০ ইউরো জরিমানা করা হয়। বিল মিটিয়ে তবে গন্তব্যে যাওয়ার ছাড়পত্র পান ওই যাত্রী। তাঁর কাছে থেকে ফাইনের বিলের ছবি টুইটারে পোস্ট করেন ভদ্রমহিলার সঙ্গী নিকোলাস মাত্তিচো। তিনি ক্ষোভের সঙ্গে জানান, তাঁর সঙ্গিনীর শারীরিক অবস্থা ভাল নয়। ভুলবশত তিনি এমন কাজ করে ফেলেন। গত মঙ্গলবার ল্যুভের আর্ট গ্যালারির কাছে কনকর্ড স্টেশনে এই ঘটনা ঘটে। প্যারিসে মেট্রো চালানোর দায়িত্বে রয়েছে আরএটিপি নামে এক সংস্থা। তাদের ব্যঙ্গ করে নিকোলাস লেখেন দারুণ কাজ করেছে আরএটিপি। ওদের অভিনন্দন! নিকোলাসের এই টুইট প্রচুর রিটুইট হয়। প্যারিসের অনেকেই ওই মহিলার পাশে দাঁড়িয়েছেন। তাদের বড় অংশের বক্তব্য নিয়মের অজুহাত দেখিয়ে এমন আচরণ মেনে নেওয়া যায় না। কারণ ওই মহিলার অবস্থা বেশ খারাপ ছিল। ভিড় ঠেলে তাঁর পক্ষে স্টেশনের বাইরে বের হওয়া সহজ ছিল না।

[হনুমানের মতো দেখতে ছাগলছানা, চতুষ্পদের অদ্ভুত দর্শনে মেলা লোক]

মেট্রো কর্তৃপক্ষ কোনওভাবে ক্ষমা চাওয়া বা পিছু হটার ইঙ্গিত দেয়নি। তাদের সাফ কথা নিয়ম সবার জন্য প্রযোজ্য। ওই মহিলা ভুল পথ দিয়ে হাঁটার ফলে কেউ কেউ নিয়ম ভাঙতে উৎসাহিত হতে পারে। তা রুখতেই এই জরিমানা বলে যুক্তি মেট্রো কর্তৃপক্ষের। তবে এতে অবশ্য সোশ্যাল মিডিয়ার ক্ষোভ, বিরক্তি এতটুকু কমেনি।

[‘রাম মন্দির বিবাদ না মিটলে ভারত একদিন সিরিয়া হয়ে যাবে’]

The post মেট্রো স্টেশনে ভুল পথ ধরায় মোটা জরিমানা, ছাড় পেলেন না সন্তানসম্ভবা মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার