সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিকস (Paris Olympics 2024)। যেখানে ভারতের পতাকা হাতে প্রতিনিধিত্ব করবেন পিভি সিন্ধু (PV Sindhu) এবং শরথ কমল (Sharath Kamal)। সেই উদ্বোধনী অনুষ্ঠানের আগে তৈরি ভারতীয় অ্যাথলিটরা। সিন্ধু-শরথরা তো রয়েছেনই। সেই সঙ্গে আছেন অলিম্পিকে ভারতের শেফ দে মিশন গগন নারাংও। মোট ৭৮ জন ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করছেন শ্যেন নদীর উপর উদ্বোধনী অনুষ্ঠানে।
এবার অনুষ্ঠানের পোশাকেও থাকছে চমক। পিভি সিন্ধুর পরনে রয়েছে সাদা শাড়ি। কিন্তু পুরুষ প্রতিযোগীরা পরেছেন কুর্তা-পাজামা। তার উপর রয়েছে জহর কোট। সাধারণত অলিম্পিকের উদ্বোধনীতে শ্যুট পরেই হাঁটেন পুরুষরা। কিন্তু এবার সেখানেও বদল আসছে। আর তাঁদের পোশাকে রয়েছে গেরুয়া ও সবুজের ছোঁয়া। হাতে জাতীয় পতাকা নিয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের তৈরি টিম ইন্ডিয়া। সেখানে থাকছেন প্রাক্তন তারকারাও।
[আরও পড়ুন: যুদ্ধক্ষেত্র থেকে অলিম্পিকে নাচের মঞ্চ, আফগানিস্তানকে স্বপ্ন দেখাচ্ছেন ‘উদ্বাস্তু’ মানিঝা]
এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান কোনও স্টেডিয়ামে নয়, হবে নদীর উপর। প্যারিসের প্রাণকেন্দ্র শ্যেন নদীর উপর হবে অলিম্পিকের উদ্বোধন। যা দেখতে হাজির থাকবেন প্রায় ৫ লক্ষ দর্শক। থাকবেন ৮০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান। নদীর পথ ধরে ৬ কিলোমিটার পথ জুড়ে চলবে অনুষ্ঠান। নদীর দুধারে বসে দর্শকরা উপভোগ করতে পারবেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর সূচনাপর্ব।