সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দিনে জোড়া সাফল্য ভারতের। প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) উদ্বোধনী অনুষ্ঠানের আগেই আর্চারিতে (Archery) স্বপ্ন দেখাতে শুরু করেছে। প্রথমে মেয়েরা যোগ্যতা অর্জন পর্বে চতুর্থ স্থান পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছিল। এবার পালা ছেলেদের। ধীরজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবের দল তৃতীয় স্থান পেয়ে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে।
এঁদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট স্কোর করেছেন ধীরজ। ৬৮১ পয়েন্ট নিয়ে ব্যক্তিগত পর্যায়ে চতুর্থ স্থানে শেষ করেন তিনি। অন্যদিকে ৬৭৪ পয়েন্ট নিয়ে তরুণদীপের স্থান ১৪। যদিও তিনজনের মধ্যে সবচেয়ে খারাপ র্যাঙ্কিং প্রবীণের। ৬৫৮ পয়েন্ট নিয়ে তিনি শেষ করেছেন ৩৯তম স্থানে।
[আরও পড়ুন: ‘২০২৭ বিশ্বকাপে রোহিত খেললে মাঠেই অজ্ঞান হয়ে যাবে’, হঠাৎ এমন কেন বললেন শ্রীকান্ত?]
সব রাউন্ড মিলিয়ে ভারতের স্কোর ২০১৩। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের স্কোর ২০২৫। আর মেয়েদের মতো এখানেও শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। তাদের পয়েন্ট ২০৪৯। চার নম্বরে থাকা চিনের পয়েন্ট ১৯৯৮। যোগ্যতা অর্জন পর্বের প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পায়। চতুর্থ স্থানে শেষ করে আগেই ভারতের মেয়েরা শেষ আটের টিকিট পেয়ে গিয়েছিল। সেই দলে ছিলেন অঙ্কিতা ভকত, ভজন কউর এবং দীপিকা কুমারী। এবার হতাশ করলেন না ছেলেরাও। সব মিলিয়ে গোটা দিনটাই স্পেশাল হয়ে রইল তিরন্দাজদের জন্য। তবে মিক্সড ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করেছে ধীরজ আর অঙ্কিতার জুটি। সেখানে ধীরজের স্কোর ৬৮১ পয়েন্ট। অঙ্কিতা পয়েন্ট ৬৬৬। দুজনে মিলে ১৩৪৭ স্কোর করেছেন তাঁরা।