সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত অলিম্পিকে জমজমাট অনুষ্ঠানে বাধ সেধেছিল কোভিড। প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) সেই আতঙ্ক থেকে বহু দূরে। ফলে তার উদ্বোধনী অনুষ্ঠানকে দারুণ করে তুলতে প্রস্তুত প্যারিস। আর সেখানে থাকছে একের পর এক চমক।
আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে প্যারিস অলিম্পিক। এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান কোনও স্টেডিয়ামে নয়, হবে নদীর উপর। প্যারিসের প্রাণকেন্দ্র শ্যেন নদীর উপর হবে অলিম্পিকের উদ্বোধন। যা দেখতে হাজির থাকবেন প্রায় ৫ লক্ষ দর্শক। থাকবেন ৮০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান।
শোনা যাচ্ছে, অনুষ্ঠানে মঞ্চ মাতাতে পারেন লেডি গাগা এবং সেলিন ডিওনের মতো বিখ্যাত শিল্পীরা। আয়োজক কমিটি থেকে বলা হয়েছে, এরকম অনুষ্ঠান আগে কখনও অলিম্পিকের মঞ্চে হয়নি। প্যারিসের ঐতিহাসিক স্থান, স্মৃতিস্তম্ভ আর প্রকৃতির আশ্রয়ে আভিনবত্বের ছোঁয়া আনতে চাইছে তারা। এমনকী মার্চ পাস্টেও থাকছে নতুনত্ব। নদীর উপর ৬ কিলোমিটার ভাসমান প্যারেডে প্রায় ৭ হাজার প্রতিযোগীকে বহন করবে ৯৪টি নৌকো। ভারত থেকে থাকবেন ৭৮ জন অ্যাথলিট। জাতীয় পতাকা হাতে তাঁদের সামনে থাকবেন পিভি সিন্ধু এবং শরথ কমল। ভারতীয় সময় রাত ১১টার শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
[আরও পড়ুন: শামির জোরে বোলিংয়ের রহস্য কী? ভারতের তারকা বোলারের ডায়েট প্ল্যান ফাঁস]
নদীর পথ ধরে ৬ কিলোমিটার পথ জুড়ে চলবে অনুষ্ঠান। নদীর দুধারে বসে দর্শকরা উপভোগ করতে পারবেন 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর সূচনাপর্ব। যার টিকিটের দাম ভারতীয় মুদ্রায় সর্বনিম্ন ৮০০০ টাকা। আর সর্বোচ্চ রয়েছে আড়াই লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও প্রশাসনের অনুমতি নিয়ে নদীর পাশের বাড়িগুলি থেকেও অনুষ্ঠান দেখতে পারবেন দর্শকরা।
তবে এত আয়োজনের মধ্যেও সমস্যা কমছে না। ইতিমধ্যেই কোভিড থাবা বসিয়েছে গেমস ভিলেজে। ফ্রান্সের রেল ব্যবস্থায় হামলার ঘটনায় অলিম্পিকে নাশকতার আশঙ্কাও দেখা দিয়েছে। তবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সবচেয়ে বড় সমস্যার নাম বৃষ্টি। তবে উদ্যোক্তারা আশ্বাস দিচ্ছেন, বৃষ্টির জন্য মেগা টুর্নামেন্টের অনুষ্ঠান কোনওভাবে ক্ষতিগ্রস্ত হবে না। ফলে এখন সব চোখ প্যারিসের দিকেই।