সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ইতিহাস গড়েছেন অলিম্পিকের মঞ্চে। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে গ্রেটেস্ট শো অন আর্থ থেকে জিতেছেন পদক। মনু ভাকের (Manu Bhaker) ব্রোঞ্জ জিতে নিয়েছেন বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতা থেকে। অল্পের জন্য রুপো হাতছাড়া হলেও এখনও দুটি ইভেন্টে তাঁর কাছে রয়েছে পদকের হাতছানি। কিন্তু তাঁর প্র্যাকটিসের জন্য কত অর্থ খরচ করেছে কেন্দ্র সরকার? সেই বিষয়ে এবার মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।
১০ মিটার এয়ার পিস্তলে তাঁর সাফল্যের পর দেশজুড়ে মনুকে নিয়ে উন্মাদনা। তাঁর হাত ধরেই প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) পদকের যাত্রা শুরু করল টিম ইন্ডিয়া। ভারত সরকারের টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমেরও অংশ তিনি। মনুর জয় নিয়ে মাণ্ডব্য বলছেন, "প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতে গোটা দেশকে গর্বিত করেছেন মনু। ম্যাচের পরে ও বলেছিল, 'খেলো ইন্ডিয়া'র অংশ ছিল মনু। আমি গর্বের সঙ্গে বলতে পারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে 'খেলো ইন্ডিয়া' চালু হয়েছে। খেলার পরিকাঠামো উন্নত হয়েছে। ভালো কোচেদের আনা হয়েছে। যাঁরা প্রতিভা খুঁজে বের করছেন। ক্রীড়াবিদরা যাতে কোনও আর্থিক সমস্যায় না পড়েন, সেটাও দেখা হচ্ছে।"
[আরও পড়ুন: ডুরান্ড অভিযানে ইস্টবেঙ্গলের সামনে এয়ারফোর্স, সমর্থকদের স্বপ্নপূরণ করাই লক্ষ্য কুয়াদ্রাতের]
মাণ্ডব্য জানিয়েছেন, মনুর প্র্যাকটিসের জন্য ২ কোটি টাকা খরচ হয়েছে। সরকারি খরচে তাঁকে জার্মানি ও সুইজারল্যান্ডে পাঠানো হয়েছে। ক্রীড়ামন্ত্রী বলেন, "মনুর ট্রেনিংয়ে প্রায় ২ কোটি টাকা খরচ হয়েছে। ও যে কোচ চেয়েছে, তাঁকেই আনা হয়েছে। আমরা অ্যাথলিটদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছি, যাতে তাঁরা সেরাটা দিতে পারেন। সেটা জাতীয় স্তরে হোক বা আন্তর্জাতিক স্তরে। আমার বিশ্বাস প্যারিস অলিম্পিকে আরও ভালো খেলবেন অ্যাথলিটরা।"
[আরও পড়ুন: জেতা ম্যাচ ‘ডিলিট’, মিলল না পয়েন্ট! অলিম্পিকে কঠিন চ্যালেঞ্জের মুখে লক্ষ্য সেন]
সেই স্বপ্নপূরণের লক্ষ্যে ফের লড়াইয়ে নামবেন মনু। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে সরবজিৎ সিংয়ের সঙ্গে জুটি বেঁধে নামবেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে ভারতীয় জুটি। তবে সোনা বা ব্রোঞ্জ পাবেন না তাঁরা।