প্যারিস অলিম্পিকে পাক তারকা নাদিমের কাছে পিছিয়ে পড়ে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল নীরজ চোপড়াকে। গত অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় হকি দল ফের ব্রোঞ্জ জিতেছে। রইল ১৩তম দিনের প্রতি মুহূর্তের আপডেট।
রাত ১টা ১৫: নিজের শেষ সুযোগেও ৯১ মিটারের বেশি বর্ষা ছুড়ে তাক লাগালেন নাদিম। হাসতে হাসতেই প্যারিসের মঞ্চে সোনা জিতে নিলেন তিনি।
রাত ১টা ১১: হাতছাড়া সোনা। নাদিমের কাছে পিছিয়ে রুপো ঘরে তুললেন নীরজ। স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে পরপর দুটি অলিম্পিকে সোনা ও রুপো জেতার নজির গড়লেন নীরজ।
রাত ১টা: আবারও থ্রো। আবারও ফাউল। ফাউল করতেই চিৎকার করে নিজের হতাশার বহিঃপ্রকাশ ঘটালেন নীরজ। ছটি থ্রোয়ের মধ্যে চারটিই ফাউল। তা সত্ত্বেও এখনও ২ নম্বরে ভারতের সোনার ছেলে।
রাত ১২টা ৫০: ফের ফাউল। নিজের পারফরম্যান্সে খানিকটা হতাশ দেখাচ্ছে নীরজকে।
রাত ১২টা ৩০: নিজের তৃতীয় থ্রোতেও ফাউল করলেন নীরজ। তবে এখনও পর্যন্ত দ্বিতীয় স্থান ধরে রেখেছেন তিনি। রেকর্ড গড়ে শীর্ষে নাদিম। ২ নম্বরে থেকেই পরের রাউন্ডে পৌঁছলেন নীরজ।
রাত ১২টা ২০: দ্বিতীয় সুযোগে দুরন্ত নীরজ। ৮৯.৪৫ মিটার থ্রো করলেন তিনি। এটাই ভারতীয় তারকার এই মরশুমের সেরা থ্রো।
ফাইল চিত্র
রাত ১২টা ১৪: প্যারিসে ইতিহাস অর্শদ নাদিমের। নিজের দ্বিতীয় সুযোগে ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুড়ে অলিম্পিকের মঞ্চে রেকর্ড গড়লেন পাক তারকা। এর আগে অলিম্পিকে নরওয়ের থ্রোয়ার আন্দ্রেস ৯০.৫৭ মিটার ছুড়ে রেকর্ড গড়েছিলেন। ১৬ বছর আগের সেই মাইলস্টোন পেরিয়ে গেলেন পাকিস্তানের জায়ান্ট কিলার নাদিম।
রাত ১২টা ৫: নীরজ চোপড়ার প্রথম থ্রো ফাউল। গোটা ভারতবর্ষের নজর ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের দিকে।
রাত ৯টা ৪৯: কুস্তির ৫৭ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে হেরে গেলেন আমন। নির্ধারিত সময়ের বহু আগেই টেকনিক্যাল সুপিরিওরিটিতে জিতে যান জাপানের রেই হিগুচির কাছে। ১০-০ ব্যবধানে হারেন আমন। যদিও পদকজয়ের আশা এখনও বেঁচে রয়েছে ভারতীয় কুস্তিগিরের। শুক্রবার তিনি ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন।
সন্ধে ৮টা: ব্রোঞ্জ জেতার জন্য হরমনপ্রীত-শ্রীজেশদের অভিনন্দন নরেন্দ্র মোদির। টুইটে তিনি লিখলেন, ''এই জয়ের স্মৃতি বহু প্রজন্ম মনে রাখবে। এই জয় আরও স্পেশাল কারণ পরপর দুবার অলিম্পিকে পদক এল।''
সন্ধ্যা ৭টা ১৫ টোকিওর পরে অলিম্পিক হকিতে ফের ব্রোঞ্জ জিতল ভারত। ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের হকি দল ২-১ গোলে হারাল স্পেনকে।
বিকেল ৬:২৫ তৃতীয় কোয়ার্টার শুরু হতেই এগিয়ে গেল ভারত। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীত। অধিনায়কের গোলে ব্রোঞ্জের দোরগোড়ায় মেন ইন ব্লু।
বিকেল ৬:১৩ দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে ভারতের কামব্যাক। গোল করে ম্যাচে সমতা ফেরালেন হরমনপ্রীত সিং। হাফটাইমে ম্যাচের ফলাফল ১-১।
বিকেল ৫:৫৫ দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল খেয়ে গেল ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে অ্যাডভান্টেজ স্পেন। গোল করেন মার্কো মিরালে।
বিকেল ৫:৫০ প্রথম কোয়ার্টার গোলশূন্য। ১৫ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি।
বিকেল ৫:৩০ ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে নেমে পড়ল ভারতের হকি দল। এদিন ভারতের প্রতিপক্ষ স্পেন। প্রথম ৬ মিনিটেই আক্রমণ শুরু ভারতের।
বিকেল ৪: ১১ ১১-০ ফলে জিতে সেমিফাইনালে চলে গেলেন আমন। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নকে হারালেন কোয়ার্টার ফাইনালে। নির্ধারিত সময়ের বহু আগেই টেকনিক্যাল সুপিরিওরিটিতে জিতে যান তিনি। ফাইনালে ওঠার লক্ষ্যে বৃহস্পতিবারই ফের ম্যাটে নামবেন আমন।
বিকেল ৪:০৫ কুস্তির ৫৭ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে নেমে পড়লেন আমন। প্রথমেই তিন পয়েন্টের লিড পেয়েছেন তিনি।
দুপুর ৩:১৫ পুরুষদের ৫৭ কেজি বিভাগে আমন শেরাওয়াত জিতলেও মহিলাদের ৫৭ কেজি বিভাগে ভারতের অংশু মালিক হার মানলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কুস্তিগির হেলেন মারৌলিসের কাছে। তবে এখনই আশা শেষ হচ্ছে না অংশু মালিকের। হেলেন মারৌলিস ফাইনালের ছাড়পত্র জোগাড় করলে ব্রোঞ্জ পদকের জন্য রেপিচেজ রাউন্ডে যাবেন ভারতের কুস্তিগির।
দুপুর ২: ৫০ কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের আমন শেরাওয়াত। ৫৭ কেজি বিভাগে তিনি হারালেন নর্থ ম্যাসিডোনিয়ার কুস্তিগির ভ্লাদিমির ইগোরভকে। এই বিভাগেই টোকিওয় দেশকে রুপো দিয়েছিলেন রবি দাহিয়া। প্যারিস অলিম্পিকে আমন শেরাওয়াত পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে।
দুপুর ২:৩৫ ১০০ মিটার হার্ডলস থেকে ছিটকে গেলেন ভারতের প্রতিযোগী জ্যোতি ইয়ারাজি। ১৩.১৭ সেকেন্ড সময় করে চতুর্থ হন তিনি। আর তার ফলেই ছিটকে যান প্রতিযোগিতা থেকে। রেপিচেজ হিটের সেরা দুই প্রতিযোগীই সেমিফাইনালে যাবেন।
দুপুর ১২:৩৫ গলফে অভিযান শুরু করছেন ভারতের দুই কন্যা। গতকালের পারফরম্যান্স শেষে যুগ্মভাবে সপ্তম স্থানে রয়েছেন দীক্ষা ডাগর। টোকিও অলিম্পিকে চতুর্থ স্থান পাওয়া অদিতি অশোক রয়েছেন যুগ্ম ১৩তম স্থানে।
অলিম্পিকে আজ ভারতের সূচি
গলফ
মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক প্লে (রাউন্ড ২)- দুপুর ১২:৩০
দীক্ষা ডাগর
অদিতি অশোক
অ্যাথলেটিক্স
মহিলাদের ১০০ মিটার হার্ডলস রিপচেজ রাউন্ড (যোগ্যতা অর্জন পর্ব)- দুপুর ২:০৫
জ্যোতি ইয়ারাজি
কুস্তি
পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল (রাউন্ড অফ ১৬) দুপুর ২:৩০
আমন শেরাওয়াত
মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল (রাউন্ড অফ ১৬) দুপুর ২:৩০
অংশু মালিক
হকি (ব্রোঞ্জ মেডেল ম্যাচ)
বিকেল ৫:৩০ ভারত বনাম স্পেন
অ্যাথলেটিক্স
পুরুষদের জ্যাভলিন থ্রো (ফাইনাল)
রাত ১১:৫৫ নীরজ চোপড়া