শেষের দিকে চলে এসেছে প্যারিস প্যারালিম্পিক। ইতিমধ্যেই ২৯টি পদক ঢুকেছে ভারতের ঝুলিতে। যার মধ্যে স্বর্ণপদক রয়েছে ৬টি। ক্লাব থ্রোয়ে ধরমবীর সিং, তিরন্দাজিতে হরবিন্দর সিং, জ্যাভলিনে সুমিত আন্টিল, ব্যাডমিন্টনে নীতেশ কুমার এবং শুটিংয়ে অবনী লেখারা স্বর্ণপদক জিতেছেন। গতকাল ৬ নম্বর সোনা ঢুকেছে হাই জাম্পে প্রবীণ কুমারের হাত ধরে। শনিবার আরও একটি করে ব্রোঞ্জ, রুপো এল পদকের ঝুলিতে।
জ্যাভলিন থ্রোতে সোনা জিতলেন ভারতের নবদীপ। প্রথমে তিনি রুপো পেলেও পরে ইরানের সোনাজয়ী থ্রোয়ারকে 'অযোগ্য' ঘোষণা করা হয়। সেই সূত্রে সোনা পেলেন নবদীপ। এই নিয়ে ভারতের সোনার সংখ্যা হল ৭।
মহিলাদের ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পেলেন সিমরন শর্মা।
মহিলাদের ক্যানোয়িংয়ের ফাইনালে অষ্টম স্থানে শেষ করলেন প্রাচী যাদব।
পুরুষদের সাইক্লিংয়ে ২৮ তম স্থানে শেষ করলেন আর্শাদ শেখ।
মহিলাদের সাইক্লিংয়ে ১৫ তম স্থানে শেষ করলেন জ্যোতি গাদেরিয়া।
সাঁতারে ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ সু্যশ নারায়ণ। তিনি শেষ করলেন পঞ্চম স্থানে।
মহিলাদের ক্যানোয়িংয়ের ফাইনালে যোগ্যতা অর্জন করলেন প্রাচী যাদব।
পুরুষদের ক্যানোয়িংয়ের ফাইনালে যোগ্যতা অর্জনে ব্যর্থ যশ কুমার।
দুপুর ১টা- পুরুষদের C1-3 সাইক্লিংয়ের ফাইনাল- আর্শাদ শেখ
দুপুর ১:০৫- মহিলাদের C1-3 সাইক্লিংয়ের ফাইনাল- জ্যোতি গাদেরিয়া
দুপুর ১:৩০- পুরুষদের ক্যানোয়িং কায়াক সিঙ্গেল ২০০ মিটার KL1 সেমিফাইনাল- যশ কুমার
দুপুর ১:৫৫- পুরুষদের সাঁতার ৫০ মিটার বাটারফ্লাই S7 হিট -সুযশ যাদব
দুপুর ১:৫৮- মহিলাদের ক্যানোয়িং ভা সিঙ্গেল ২০০ মিটার VL2 সেমিফাইনাল- প্রাচী যাদব
রাত ১০:৩০- পুরুষদের জ্যাভলিন থ্রো F41 ফাইনাল- নবদীপ
রাত ১১:০৪- মহিলাদের ২০০ মিটার দৌড় T12 ফাইনাল- সিমরন শর্মা
রাত ১২:৩০- পুরুষদের ৪০০ মিটার দৌড় T47 ফাইনাল- দিলীপ গাভিট