shono
Advertisement

যুদ্ধের প্রস্তুতি! আগেভাগেই দেশে আসছে রাফালে ফাইটার জেট!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুক্তি অনুযায়ী রাফালে ফাইটার জেট দেশে আনানোর কথা  ৩৬ মাসের মধ্যে৷ তবে রবিবার প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর জানিয়ে দিলেন, নির্ধারিত সময়ের কিছু আগেই  জেটগুলি চলে আসতে পারে ভারতে৷ ফ্রান্সের সঙ্গে এই চুক্তি নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছিল ভারতের৷ শেষমেশ উরি হামলার ঠিক পরেই ফাইটার জেট কেনার চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রী৷ অত্যাধুনিক […] The post যুদ্ধের প্রস্তুতি! আগেভাগেই দেশে আসছে রাফালে ফাইটার জেট! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:42 PM Oct 02, 2016Updated: 02:12 PM Oct 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুক্তি অনুযায়ী রাফালে ফাইটার জেট দেশে আনানোর কথা  ৩৬ মাসের মধ্যে৷ তবে রবিবার প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর জানিয়ে দিলেন, নির্ধারিত সময়ের কিছু আগেই  জেটগুলি চলে আসতে পারে ভারতে৷

Advertisement

ফ্রান্সের সঙ্গে এই চুক্তি নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছিল ভারতের৷ শেষমেশ উরি হামলার ঠিক পরেই ফাইটার জেট কেনার চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রী৷ অত্যাধুনিক এই জেটগুলি সেনার অস্ত্রভাণ্ডারে যোগ হলে সেনার ধার ও ভার কয়েক গুণ বেড়ে যাবে৷ তবে সেগুলি আসতে কিছুটা সময় লাগার কথা৷ কিন্তু উরি হামলার পরবর্তী সময়ে পরিস্থিতি পাল্টে গিয়েছে৷ সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কা করছে ভারত৷ আর তাই প্রতিরক্ষায় কোনও খুঁত থাকুক চান না প্রতিরক্ষা মন্ত্রী৷ ভারতের কেনা জিনিস যদি আগেভাগে চলে এসে সেনার সুবিধা করে দেয়, তবে তা আগে আনানোই বিধেয়৷ এই নীতিরই ইঙ্গিত পাওয়া গেল তাঁর কথায়৷ জানালেন, নির্ধারিত সময়সীমার আগেই আনানো হবে রাফালে ফাইটার জেটগুলিকে৷

পাকিস্তানের পাল্টা হামলার কথা জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ সেই মতো গোটা দেশে রেড অ্যালার্টও জারি করা হয়েছিল৷ প্রতিরক্ষা মন্ত্রকের লক্ষ্য, যদি আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে ভারতীয় সেনার হাতে যেন সবরকমের অস্ত্র মজুত থাকে৷ আর তাই রাফালেগুলি তাড়াতাড়ি দেশে আনার পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর৷

 

The post যুদ্ধের প্রস্তুতি! আগেভাগেই দেশে আসছে রাফালে ফাইটার জেট! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement