সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ? ভাবছেন প্রতিযোগিতার ইঁদুরদৌড়ে কী আর চাকরি মিলবে? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কলকাতায় গ্রাহক সেবা বিভাগে পার্ট টাইমে গ্রুপ ডি (Group D) কর্মী নিয়োগ করা হবে। কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারেন।
শূন্যপদ: ৬টি
আবেদনের শর্ত:
১. উচ্চমাধ্যমিক কিংবা মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আবেদনকারীকে অবশ্যই কলকাতা অথবা কলকাতার আশেপাশের বাসিন্দা হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
১ সেপ্টেম্বর, ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
এই পদে যাঁরা কাজ করবেন তাঁরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন।
[আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হল: দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ক্রেতা সুরক্ষা ভবন, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, প্রথম তল, ১১এ, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা-৭০০০৮৭।
আবেদনপত্র পাঠানোর শেষ দিন:
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর বেলা বারোটা থেকে দুপুর তিনটের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট পাঠাতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তবে কবে, কোথায় ইন্টারভিউ নেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত দিনক্ষণ স্থির হয়নি। সে সংক্রান্ত তথ্যের জন্য www.wbconsumers.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশে মিলবে রাজ্য সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]
The post মাধ্যমিক পাশেই মিলতে পারে গ্রুপ ডি পদে চাকরি, আবেদন করতে ভুলবেন না appeared first on Sangbad Pratidin.