অর্ণব আইচ: অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিল বিশেষ সিবিআই আদালত। আজই, মঙ্গলবার তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। এসএসকেএম কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দিয়েছেন বিচারক।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ আদালতে জানিয়েছিলেন, এসএসকেএম হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছে না। যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানে যাতে তাঁকে স্থানান্তরিত করা যায় এই মর্মে সোমবার বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করল আদালত। এদিকে বেসরকারি হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। কমিশনারকেও এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ জানুয়ারি দুপুরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুরু হয় শ্বাসকষ্ট। জেলের চিকিৎসকরা প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা করেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর। সেদিনই ভর্তি করানো হয় তাঁকে। এই পরিস্থিতিতে সূত্রের দাবি, ২৩ জানুয়ারি থেকে শারীরিক অবস্থান আরও অবনতি হয়েছে পার্থর। কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রাতেও রয়েছে সমস্যা। পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণেও গোলমাল হচ্ছে। এই প্রেক্ষিতেই তাঁর আইনজীবীর দাবি ছিল, এসএসকেএমে সঠিক যথাযথ চিকিৎসা হচ্ছে না। অন্যত্র নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। এদিন সেই আর্জি মঞ্জুর হল।