সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যান্টোন সংস্থা ২০২৫ এর বর্ষসেরা রং হিসাবে বেছে নিয়েছে মোকা মুজকে। চকোলেট বাদামি রঙের সঙ্গে বেজ ও ক্রিমের মিশেলে এক নতুন ধরনের টেক্সচার তৈরি করবে এই রং। ফ্যাশন ডিজাইনার থেকে ইন্টিরিয়র ডিজাইনার, মেকআপ আর্টিস্ট প্রায় সকলেই এবছর এই রঙের মায়ায় মজেছে। এবার নববর্ষে এই রঙে আপনিও নতুন করে সাজিয়ে ফেলতে পারেন আপনার অন্দরমহল। দেওয়ালের রং থেকে পর্দা, বেডকভার, শোপিস সবেতেই রাখতে পারেন মোকা মুজের টাচ। কিন্তু কীভাবে এই নতুন ট্রেন্ডে সাজিয়ে তুলবেন আপনার বাড়ি?
আই অ্যাম দ্য সেন্টার ফর অ্যাপ্লাইড আর্টসের ক্রিয়েটিভ ডিরেক্টর, ইন্টেরিয়র ডিজাইনার পুনম কালরার মতে, “গৃহসজ্জার সামগ্রীতে টাফ্টিং, প্লিটিং, কাঠের খোদাই শোপিস এবং বাঁশ, পাথরে খোদাই সামগ্রী আপনার ঘরে আনবে মোকা মুসের ছোঁয়া। সোনালী ধাতব উপাদানের সঙ্গে কাঠের তৈরি আসবাব থেকে শোপিসও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে চলতে পারে কাঠের সিটার, রুক্ষ পাথরের টেবিল, কুঁচকানো সুতির কুশন এবং এমনি আরও হরেক সামগ্রী। বসার ঘর থেকে রান্নাঘর, শোওয়ার ঘর সাজিয়ে তুলুন মোকা মুজের কালার টোনে।"
ড্রয়িং রুমের জন্য: বেইজ এবং ক্রিমের মতো রঙের সোফা সেট থেকে আসবাব, পর্দা সবই ব্যবহার করতে পারেন। এই রংগুলি ঘরে আলাদা প্রশান্তি নিয়ে আসবে।
রান্নাঘরের জন্য: মোকা মু্জ ক্যাবিনেটের রং হিসেবে দারুন কাজ করে। বিশেষ করে আধুনিক মডিউলার রান্নাঘরে। এটি আপনার রান্নাঘরকে আরও আধুনিক এবং ঘরোয়া অনুভূতি দিতে পারে। হালকা রং, যেমন সাদা, অফ-হোয়াইট, অথবা হালকা বেইজ, মোকা মুজের সাথে মিশে দারুন ভারসাম্য তৈরি করে। এই রং ছোট বা মাঝারি আকারের রান্নাঘরের জন্য আদর্শ, কারণ এটি স্থানটিকে আরও বড় এবং উজ্জ্বল করে তোলে।
বেডরুমের জন্য: বিছানার পিছনের দেওয়ালে মোকা মুজ সুন্দরভাবে কাজ করে। এটি শোওয়ার ঘরকে শান্ত সুন্দর রূপ দেবে। যদি আপনি এক দেওয়ালে মোকা মুজ বেছে নেন, তাহলে ঘরটি যাতে খুব বেশি অন্ধকার না লাগে, তার জন্য অন্য দেওয়ালগুলি হালকা রাখতে পারেন (যেমন, বেইজ, সাদা, অথবা হালকা ধূসর)। মোকা মুজের সঙ্গে নরম প্যাস্টেল রঙগুলি মিশিয়ে অনবদ্য কালার টোন তৈরি করা যায়। এর সঙ্গে মানানসই বেজ বা চকোলেট শেডের পর্দা, ম্যাট্রেস, বেডকভার, ক্যাবিনেট, বুক শেলফ আপনার বাড়িতে আলাদাই প্রশান্তি নিয়ে আসবে।