সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশে রামমন্দির (Ram Mandir) নিয়ে আলোচনা। অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানাদের পাশাপাশি রজনীকান্ত, চিরঞ্জীবী, রামচরণের মতো দক্ষিণী তারকারাও রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এমন দিনেই বেসুরো মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুবথু (Actress Parvathy Thiruvothu)।
মূলত মালয়ালম সিনেমায় অভিনয় করেন পার্বতী। তামিল ও কন্নড় ভাষার সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে। ধনুষ, দুলকর সলমনের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন পার্বতী। বলিউডে তাঁকে দেখা গিয়েছিল ইরফান খান বিপরীতে ‘করিব করিব সিঙ্গল’ সিনেমায়। দুজনের রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। ২০২৩ সালে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায় নজর কাড়েন পার্বতী।
[আরও পড়ুন: ‘বেশরম’ হওয়াই শাস্তি! ক্যাটরিনা-আলিয়া ডাক পেলেও অযোধ্যায় ব্রাত্য দীপিকা?]
সোমবার ‘আমাদের ভারতবর্ষ’ কথা ক্যাপশনে লিখে দেশের সংবিধানের প্রস্তাবনার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন পার্বতী। যেখানে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তোলার কথা বলা হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে চিন্তা, অভিব্যক্তি, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতার কথা।
নিজের এই পোস্টের মাধ্যমেই যেন রামমন্দিরের নামে ধর্মীয় মেরুকরণের যে অভিযোগ বারবার উঠেছে, তার বিরোধিতা করলেন পার্বতী। এর আগে নয়নতারার ‘অন্নপূর্ণি: দ্য গডেস অফ ফুড’ বিতর্কেও সোচ্চার হয়েছিলেন পার্বতী। “মাংস খেতেন খোদ রামচন্দ্রও!”, এক চরিত্রের মুখে এহেন সংলাপ থাকায় হিন্দুত্ববাদীদের কোপে পড়ে নয়নতারার ছবি। OTT প্ল্যাটফর্ম থেকে তা সরিয়েও ফেলা হয়। ছবি সরিয়ে দেওয়ার এই পদক্ষেপকে বিপজ্জনক বলেই মত প্রকাশ করেন পার্বতী।