shono
Advertisement

Breaking News

আচমকাই বিমানে নগ্ন হলেন যাত্রী, দেখুন তারপর কী হল

তাজ্জব ওই বিমানের সহযাত্রীরা৷ The post আচমকাই বিমানে নগ্ন হলেন যাত্রী, দেখুন তারপর কী হল appeared first on Sangbad Pratidin.
Posted: 01:22 PM Dec 30, 2018Updated: 04:34 PM Dec 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান ছাড়ার ঠিক আগের মুহূর্তে অবাক কাণ্ড ঘটালেন এক যাত্রী৷ আচমকাই নগ্ন হয়ে গেলেন তিনি৷ ওই অবস্থাতেই বিমান থেকে নেমে পড়ারও চেষ্টা করেন ওই যাত্রী৷ তবে কি কারণে এহেন কাজ করলেন তিনি, সেই জট এখনও কাটেনি৷ বিমানযাত্রীর কার্যকলাপে হতবাক সহযাত্রীরা৷ বিমানকর্মীরাও যে অবাক হয়ে যাননি, তাও কিন্তু নয়৷ 

Advertisement

[হোমে কিশোরীদের গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো ছড়িয়ে নির্যাতন, দিল্লিতে চাঞ্চল্য]

এয়ার ইন্ডিয়ার আই এক্স ১৯৪ বিমান৷ দুবাই থেকে লখনউগামী ওই বিমানটি শনিবার তখন সবে ছাড়বে৷ বিমানে অন্তত ১৫০ জন যাত্রী রয়েছেন৷ বিমান ছাড়ার প্রস্তুতির কথা ঘোষণার পর সকলেই সিট বেল্ট বেঁধে বসে পড়েছেন৷ এমন সময় এক যাত্রীর কাণ্ড দেখে চক্ষু ছানাবড়া সকলের৷ সিট বেল্ট বাঁধা তো দূরস্ত, হঠাৎ করে পোশাক খুলে ফেললেন ওই যুবক৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই এক্কেবারে নগ্ন হয়ে যান তিনি৷ এই দৃশ্য দেখে তাজ্জব তাঁর সহযাত্রীরা৷ তাঁকে দেখে কেউ কেউ চোখে হাত চাপা দিয়েছেন৷ আবার অনেক সহযাত্রী কি করা উচিত তা বুঝে উঠতেও পারছিলেন না৷ বোকার মতো নগ্ন যাত্রীর দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন অনেকেই৷ তবে নগ্ন যাত্রীর যদিও তাতে কিছুই আসে যায় না৷ কে দেখছেন আর কে না দেখছেন, সে বিষয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তাঁর৷ বরং নগ্ন অবস্থাতেই বিমান থেকে নামতে চান ওই যাত্রী৷

[পকসোয় সংশোধন, শিশুকে যৌন নির্যাতন করলে হতে পারে ফাঁসি]

যাত্রীর এমন কার্যকলাপে কিছুটা হলেও অবাক হয়ে যান বিমানকর্মীরা৷ তবে নগ্ন যাত্রীকে সামলাতে দৌড়তে দৌড়তে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা৷ একটি তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয় ওই যাত্রীর নগ্ন দেহ৷ এরপর নির্দিষ্ট সিটে বসানো হয় ওই যুবককে৷ এত কাণ্ডের পর যদিও বেশ খানিকটা হতচকিত হয়ে যান ওই যাত্রী নিজেও৷ শনিবার রাত ১২টা ৫ মিনিট নাগাদ বিমান পৌঁছায় লখনউতে৷ বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হাতে ওই যাত্রীকে তুলে দেওয়া হয়৷ তবে কী কারণে এমন অদ্ভুত কাণ্ড ঘটালেন ওই যাত্রী, তা এখনও জানা যায়নি৷

The post আচমকাই বিমানে নগ্ন হলেন যাত্রী, দেখুন তারপর কী হল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার