shono
Advertisement

ব্যর্থতার মধ্যেই ধাক্কা অস্ট্রেলিয়ার, সিরিজের মাঝপথে দেশে ফিরছেন অধিনায়ক কামিন্স

সোমবারেই ভারত ছাড়ছেন প্যাট কামিন্স।
Posted: 09:29 AM Feb 20, 2023Updated: 09:36 AM Feb 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির প্রথম দুই ম্যাচেই ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়া(Australia)। এবার ফের ধাক্কা অজি স্কোয়াডে। জানা গিয়েছে, সিরিজের মাঝপথেই দেশে ফিরবেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। মাত্র এক সেশনে অলআউট হয়ে যাওয়ার জন্য অজি ব্যাটারদের তীব্র সমালোচনা করেছিলেন অধিনায়ক কামিন্স। এহেন পরিস্থিতিতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার খুব ভোরেই অস্ট্রেলিয়া রওনা হয়েছেন কামিন্স।

Advertisement

নাগপুর ও দিল্লি- দুই টেস্টেই (India vs Australia) ভারতীয় স্পিনারদের সামনে কার্যত আত্মসমর্পণ করেছেন অজি ব্যাটাররা। স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানের মতো বিশ্বর‍্যাঙ্কিংয়ের সেরা দুইয়ে থাকা ব্যাটাররাও ভুল শট খেলে আউট হন। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে লড়াকু স্কোর করলেও দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। এক ইনিংসে সাত উইকেট নেন তিনি। 

[আরও পড়ুন: ‘আন্দোলন প্রত্যাহার করুন, মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই দেখবে’, DA বিক্ষোভকারীদের আহ্বান তৃণমূলের]

ব্যাটারদের উপরেই দলের হারের দায় চাপিয়েছিলেন অধিনায়ক কামিন্স। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যাটারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সাফ বলেন, “ভারতে রান করার উপায় খুঁজতে হবে। নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাবনা চিন্তা করার দরকার। ক্রস ব্যাটে শট খেলতে গিয়েই উইকেট খুইয়েছি আমরা। অন্য কোনও ভাবে রান তোলা উচিত ছিল।

জানা গিয়েছে, পারিবারিক কারণেই দেশে ফিরতে হচ্ছে অস্ট্রেলীয় অধিনায়ককে। পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাই সোমবার ভোরেই দেশের বিমান ধরেছেন কামিন্স। তবে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেই তিনি ভারতে চলে আসবেন বলেই অনুমান। অন্যদিকে, ভারতীয় দলকেও তৃতীয় টেস্টের আগে ছুটি দেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় বছর ষাটের ভিখারিণীকে ‘ধর্ষণ’, নবদ্বীপে গ্রেপ্তার অভিযুক্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement