shono
Advertisement

Breaking News

রামদেব নন, ‘পতঞ্জলি’র দৌলতে বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় কে?

দেশের অন্যান্য ধনী ব্যক্তিদের তিনি যে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন এমনটাই অনুমান করছেন অনেকে৷ The post রামদেব নন, ‘পতঞ্জলি’র দৌলতে বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় কে? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:13 PM Sep 13, 2016Updated: 08:43 PM Sep 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পতঞ্জলি’র অবিশ্বাস্য উত্থানের মুখ হিসেবে অবশ্যই আছেন যোগগুরু রামদেব৷ কিন্তু এর সুফল যে তিনি একা পাচ্ছেন তা নয়৷ বরং, ‘পতঞ্জলি’র দৌলতে দেশের ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছেন অন্য একজন৷ তিনি ‘পতঞ্জলি’র সিইও আচার্য বালাকৃষ্ণ৷

Advertisement

প্রচারের বেশি আলো রামদেবের মুখে পড়লেও, নেপথ্যের এই কারিগরকেই স্বীকৃতি দেয় ওয়াকিবহাল মহল৷ এক দশক আগে এই বন্ধুকে সঙ্গে নিয়েই ‘পতঞ্জলি’র যাত্রা শুরু করেছিলেন রামদেব৷ বাকিটা ইতিহাস৷ শূন্য থেকে শুরু করে দেশের পঞ্চম বৃহত্তম এফএমজিসি এখন এই সংস্থা৷ আর তালিকায় এই জায়গায় উঠে আসতে রামদেবের কৃতিত্ব যতখানি, তার থেকেও বেশি কৃতিত্ব দেওয়া হয় বালাকৃষ্ণকেই৷

বাণিজ্যমহলের অনেকেই স্বীকার করেন, মূলত তাঁর অক্লান্ত পরিশ্রম ও বুদ্ধিমত্তার জেরেই ‘পতঞ্জলি’র এত দ্রুত উত্থান ও বিস্তার সম্ভব হয়েছে৷ চিরাচরিত মার্কেটিং স্ট্র্যাটেজিকে যেভাবে চ্যালেঞ্জ জানিয়েছে ‘পতঞ্জলি’, তাতে তাঁর দক্ষতা নিয়ে প্রায় নিসংশয় বিশেষজ্ঞমহল৷দেশবাসীর আবেগ, রামদেবের ইমেজ, অভিনব ম্যানেজমেন্ট পদ্ধতি আর তুখোড় বিপণন স্ট্রাটেজির মিশেল ঘটিয়ে একটি সংস্থাকে তিনি যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, তাবড় কর্পোরেটের কাছে তা যে স্বপ্ন, তা বলাই বাহুল্য৷

তাঁর পরিশ্রমের ফলে সংস্থার যেমন বাড়বাড়ন্ত, তেমনই সমৃদ্ধি হয়েছে তাঁরও৷ দেশের ধনাঢ্য ব্যক্তির তালিকায় এখন উঠে এসেছে তাঁর নামও৷ এই মুহূর্তে প্রায় ২৫,৬০০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি৷ ‘পতঞ্জলি’ সংস্থার ৯৪ শতাংশই তাঁর মালিকাধীন৷ এ বছরের হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-এ জায়গা করে নিয়েছেন তিনি৷ এই নিরিখে ডাবর ও ব্রিটানিয়ার মতো সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে এক সারিতে এখন উঠে এসেছে তাঁর নামও৷

মাত্র দশ বছরে পতঞ্জলিকে প্রায় ৫০০০ কোটির সংস্থা করেই অবশ্য ক্ষান্ত হচ্ছেন না আচার্য বালাকৃষ্ণ৷ বরং গ্রামের বাজার ধরতে নয়া স্ট্রাটেজি নিচ্ছেন তিনি৷ যে অঞ্চলে এখনও পতঞ্জলির আউটলেট তৈরি হয়নি সেখানে টেম্পো করে পতঞ্জলির প্রোডাক্ট বিপণনের পরিকল্পনা নিয়েছেন তিনি৷ দেশের অন্যান্য ধনী ব্যক্তিদের তিনি যে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন এমনটাই অনুমান করছেন অনেকে৷

The post রামদেব নন, ‘পতঞ্জলি’র দৌলতে বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় কে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement