সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘জিরো’। তার চার বছর পর মুক্তি পাচ্ছে ‘পাঠান’ (Pathaan)। বড়পর্দায় বলিউড বাদশার কামব্যাক বলে কথা! অগ্রিম বুকিংয়েই রেকর্ড ব্যবসা ছবির। শুক্রবারের বদলে বুধবার ছবির মুক্তির দিন হিসেবে ধার্য করা হয়েছে। সামনে সাধারণতন্ত্র দিবস বলে? তা হতেই পারে। তবে জ্যোতিষ মতে এর অন্য এক কারণও রয়েছে।
এক সর্বভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বিষয়টি জানিয়েছেন বিশিষ্ট জ্যোতিষবিদ রামশংকর উপাধ্যায়। তাঁর কথায়, “জ্যোতিষ শাস্ত্রে বুধ গ্রহকে সংস্কৃতি ও সংগীতের পক্ষে ভাল মনে করা হয়। আর সেই কারণেই ২৫ জানুয়ারি অর্থাৎ বুধবার দিন শাহরুখ খান নিজের কামব্যাক ছবিটি রিলিজ করছেন। আর এতে তিনি সাধারণতন্ত্র দিবসের ছুটির সুবিধাটুকুও পেয়ে যাচ্ছেন।”
[আরও পড়ুন: প্রয়াত মা-বাবার জন্য গড়েছেন মন্দির, সমাধিক্ষেত্রে গিয়ে জন্মদিন পালন অভিনেতার]
অ্যাডভান্স বুকিংয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে ‘পাঠান’। ট্রেন্ড বলছে, ওপেনিংয়েই সবাইকে বাজিমাত করবে এই ছবি। সমীক্ষা বলছে, অগ্রিম বুকিংয়ে হালফিলের ‘ব্রহ্মাস্ত্র’, ‘কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে ফেলবে পাঠান। ইতিমধ্যেই ছবির ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টুইট করে একথা জানিয়েছেনম চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ।
‘পাঠান’ ছবি নিয়ে বিতর্কেরও শেষ নেই। ছবির ‘বেশরম রং’ গান ও নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে প্রবল আপত্তি তোলা হয়েছে। তার ফলে সেন্সর বোর্ডের কড়া নজরে সিদ্ধার্থ আনন্দের ছবিটি। ইতিমধ্যেই, দিল্লি হাইকোর্টের তরফ থেকে ‘পাঠান’-এর প্রযোজনা সংস্থা যশরাজকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ছবির OTT মুক্তির জন্য মানতে হবে বিশেষ গাইডলাইন। এতে অবশ্য শাহরুখ অনুরাগীদের কোনও অসুবিধা নেই। প্রিয় তারকাকে বড়পর্দায় দেখার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষারত।